Govt Schemes

59 seconds = 1 minute, have you Know that? Learn more |

৫৯ সেকেন্ড = ১ মিনিট , শুনেছেন কখনো ? জানুন বিস্তারিত |


59 seconds: পৃথিবী নিজের অক্ষপথে  আগের চেয়ে আরো জোরে ঘুরছে | পৃথিবী ২৪ ঘন্টা শেষ হওয়ার আগেই এক পাক শেষ করে ফেলছে ,তবে কি এবার ৫৯ সেকেন্ড এ ১ মিনিট হতে চলেছে ? এই সমস্যা খুবই জটিল , আসলে যেকোনো ডিজিটাল ক্লক বা সূর্যঘড়ি সব কিছুতেই সময় মাপা হয় পৃথিবীর আবর্তন গতির উপর নির্ভর করেই |

লিপ সেকেন্ড কি ?

আমরা সাধারণত দুই ভাবে সময় মেপে থাকি | এক সাবেকি পদ্ধতিতে র এক Frequency Standard Electromagnetic Spectrum – দ্বারা | কখনো কখনো এই দুই এর মধ্যে কিছুটা পার্থক্য তৈরী হয় এই কারণে ১১:৫৯:৬০ এর বদলে ১১:৫৯:৫৯ করা হয় , এখানেই আসে লিপ সেকেন্ড এর কথা |

2015 সালে  “International Earth Rotation & Reference System Service” প্রথমবার এই লিপ সেকেন্ড এর উৎযাপন করেছিল | প্রায় ২৬ বার এই বিষয় টি লক্ষ করা গেছে | 2015  সালের 30 জুন এ শেষবার এই বিষয় উদ্যাপিত হয়েছিল |

এই লিপ সেকেন্ডের উদযাপন নানা Website & Stock Market – র ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে। ওয়েবসাইটের সার্ভারগুলো আগে থেকেই কোডিং করা থাকে এবং শেয়ার মার্কেটও নির্দিষ্ট হিসেব ধরে চলে। ফলে এক দিকে যেমন লিপ সেকেন্ডের উদযাপন নানা ওয়েবসাইট ক্র্যাশ করে দেয় মাঝে মাঝে, তেমনই শেয়ার বাজারের সূচকের পতনও ঘটায়।

কাজেই পৃথিবীর নতুন আবর্তন গতির হিসেবে এবার যদি একটা নেগেটিভ লিপ সেকেন্ড পালন করতে হয়, তা হলেও নানা দিকে সমস্যা তৈরি হবে | এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আলোচনা চলছে তবে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে তারা জানিয়েছেন (59 seconds = 1) |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button