HomeMy Blog12 Unknown Facts About The Human Body

12 Unknown Facts About The Human Body

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

মানব শরীরের (Human Body)নিয়ে 12 টি অজানা তথ্য, জানুন সেগুলি কি কি

Human Body:

১. আপনি সকালে যতটা লম্বা থাকেন, সন্ধ্যায় ততটা থাকেন না!

২. প্রতি তিনদিন অন্তর আমাদের পাকস্থলী নতুন সংযোগ তৈরি করে। কারণটা কি জানেন? এমনটা না করলে পাকস্থলী নিজেই নিজেকে হজম করে ফেলবে!

৩. মানুষের হাড় গ্রানাইট পাথরের সমান শক্ত, এর সহনশীলতাও গ্রানাইটের মতোই।

Group Cards
Google News View Now

৪. ১৮ বছর বয়সের পর মানুষের মস্তিষ্কের বৃদ্ধি থেমে যায়।

৫. মানবদেহের  রক্তনালির সম্মিলিত দৈর্ঘ্য ৬০ হাজার কিলোমিটারেরও বেশি।

৬. চুমু খেলে যতটা না জীবাণু দুজনের মধ্যে সংক্রমিত হতে পারে, তার থেকেও অনেক বেশি হয় হ্যান্ডশেক বা করমর্দন করলে!

৭. আওয়াজদার রক মিউজিকে সাড়া দেয় পেটে থাকা মানবশিশু, লাথি মেরে!

More: People now ‘live’ on smartphones

৮. মানবদেহের  সবচাইতে শক্ত উপাদান হচ্ছে আমাদের দাঁতের এনামেল।

৯. ফিঙ্গারপ্রিন্টের মতো মানবদেহের আরেকটি ‘ইউনিক’ বা অনন্য প্রিন্ট পাওয়া যায় জিহ্বায়। প্রতিটি মানুষের আঙুলের ছাপের মতোই জিহ্বার ছাপ আলাদা।

১০. মানবদেহের (Human Body) কিডনি শরীরের রক্ত পরিশোধন করে দিনে ৩০০ বারেরও বেশি।

১১. জমজ ব্যতীত, প্রতিটি মানুষেরই রয়েছে আলাদা আলাদা গন্ধ!

১২. মানুষের মস্তিষ্ক প্রতি মিনিটে প্রায় এক হাজার শব্দ পড়তে পারে।


organization diagram unit organism levels cells tissues


12 Unknown Facts About The Human Body

  1.  The longer you stay in the morning, the longer you stay in the evening!
  2. Every three days our stomach makes new connections. Do you know the reason? Failure to do so will cause the stomach to digest itself!
  3. Human bones are as hard as granite, and their hardness is similar to that of granite.
  4. After the age of 18, the growth of the human brain stops.
  5. The combined length of blood vessels in the human body is more than 60,000 kilometers.
  6. As much as germs can be transmitted between two people by kissing, it is much more than by shaking hands or shaking hands!
  7. Gwadar responds to rock music by kicking a human baby in the stomach!
  8. The strongest component of the human body is the enamel of our teeth.
  9. Another ‘unique print of the human body, like the fingerprint, is found on the tongue. Like every human fingerprint, the tongue print is different.
  10. The kidneys of the human body purify the blood of the body more than 300 times a day.
  11. Except for the twins, each person has a different smell!
  12. The human brain can read about a thousand words per minute.
WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular