smart update24 , by Swastika Paul
Electrical Generator Invented By Michael Faraday
জেনারেটর | জেনারেটার শব্দের অর্থ হলো কোনো একটি যন্ত্র যা কোনো কিছু উৎপাদন বা জেনারেট করার কাজে ব্যবহৃত হয় | অর্থাৎ আমরা জেনারেটার বৈদ্যুতিক ক্ষমতা থেকে যান্ত্রিক ক্ষমতায় রূপান্তর অর্থাৎ অর্থাৎ ইলেকট্রিকাল ক্ষমতা উৎপাদনের কাজে ব্যবহার করি | তাহলে চলুন জেনে নেওয়া যাক এই জেনারেটার এর উদ্ভাবক কে এবং তার জীবনী সম্পর্কে |
1791 সালের 22 সেপ্টেম্বর ইংল্যান্ডের নিউইংতং শহরের বাটস অঞ্চলের একটি পরিবারে জন্মগ্রহন করেন জেমস ফ্যারাডে | জেমস একটি কামার পরিবারে জন্মগ্রহন করেন | বাড়ির কাছে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে তার পড়াশোনা শুরু হয়েছিল | আর্থিক অভাবের কারণেই মাঝপথেই তার স্কুল বন্ধ হয় এবং তিনি গণিত শিক্ষার যোগ, বিয়োগ, গুন্ ও ভাগ ছাড়া র কিছুই শিখতে পারেননি |
আর্থিক অনটনের কারণে মাত্র তেরো বছর বয়সে তিনি একটি বই এর দোকানে কাজে যোগদান করেন | সেখানে তার কাজ ছিল বিভিন্ন রকমের পত্র-পত্রিকা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা | তারপর কাজ খুঁজেছিলেন একটি বই বাঁধাইয়ের দোকান এ | তিনি বই প্রেমিক ছিলেন তাই অবসর সময় এ বই পড়তেন | তার আকর্ষণীয় বইগুলি ছিল বিজ্ঞান বিষয়ক | এরপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার বাড়িতে একটি ছোট ল্যাব তৈরি করেন বিজ্ঞান বিষয়ক গবেষণার সুবিধার্থে | তিনি তার গবেষণার জিনিস কিনতেন তার হাতখরচের টাকা জমিয়ে | এছাড়া আবর্জনা থাকে পুরোনো জিনিস সংগ্রহ করে আনতেন গবেষণার কাজের সুবিধার্থে | এরপর মাত্র 21 বছর বয়সে স্যার হামফ্রে ডেভির ল্যাবরেটরি তে বোতল ধোয়ার কাজ পেয়েছিলেন | এই কাজের ফাঁকে তিনি গবেষণা গারের সমস্ত জিনিস মনোযোগ দিয়ে দেখতেন এবং সেখান থেকেই শুরু হয় তার আবিষ্কারের প্রথম পর্যায় | তার এই অসামান্য আবিস্কার এর মধ্যে একটি হলো চৌম্বকের সাথে তড়িৎ এর সম্পর্ক, যা এক শক্তির বিশাল রূপান্তর |
1831 সালে ফ্যারাডে , হামফ্রে ডেভির ল্যাবে থাকাকালীন লক্ষ করেন যে ডেভি , একটি তারের কুণ্ডলীর মধ্য দিয়ে চুম্বক চালনা করে ভোল্টেজ উত্পন্ন করছিলেন | এই নীতিই কাজে লাগিয়েই ফ্যারাডে চল তড়িৎ উৎপাদন করেন এবং নাম দেন তড়িৎচুম্বকীয় জেনারেটার | যা ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় নীতি নামে পরিচিত |এবং ওই জেনারেটার টি ফারাডে ডিস্ক নামে পরিচিত | অশ্বখুরাকৃতির একটি চুম্বকের দুটি মেরুর মাঝখানে রাখা একটি কপার চাকতি ঘুরিয়ে তিনি বিদ্যুৎ উৎপাদন এ সক্ষম হন |