আসুন জেনে নিই মহান বিজ্ঞানী (Sir Isaac Newton)স্যার আইজ্যাক নিউটনের জীবনী সম্পর্কে কিছু অজানা তথ্য সমূহ

Smart Update24, By Syed Mosharaf Hossain


আসুন জেনে নিই মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের জীবনী সম্পর্কে কিছু অজানা তথ্য সমূহ


আজ 1st জানুয়ারি, পৃথিবীর সবথেকে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের জন্মদিন । আজকে আমরা স্যার আইজ্যাক নিউটনের জীবনী এবং তার রহস্যময় আবিষ্কারের কথা সম্পর্কে জানবো এবং কি করে তিনি পুরো বিশ্বে বিজ্ঞানীদের মধ্যে এত খ্যাতি অর্জন করেছিলেন।এটি বলা বেশি হবেনাযে স্যার আইজ্যাক নিউটন একাই আধুনিক বিজ্ঞানের বিকাশে সবথেকে বড় অবদান রেখেছেন, বিজ্ঞানে তার এই অবদান বিজ্ঞান জগতে নতুন আলোর বার্তা দিয়েছে যুগে যুগে।


Sir Isaac Newton Biography  এই লিখাটি যদি আপনার ভাললাগে তাহলে আপনার কাছের মানুষ এবং কোন বিদ্যার্থীর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার এই অবদানে তাদের জ্ঞানের পূর্ণতা আরো সমৃদ্ধ হবে এবং মহান এই মানুষটির সম্পর্কে জানতে পারবে।


স্যার আইজ্যাক নিউটনের আবিষ্কার গুলির মধ্যে মোহন আবিষ্কার হচ্ছে তার তিনটি গতিসূত্র। এই তিনটি গতিসূত্র প্রত্যেকটা বিদ্যার্থী কে নিজের জীবনে পড়াশোনা করতে হয়। এই তিনটি গতিসূত্র না থাকলে আজকে আমাদের জীবনে অনেক কিছুই আমরা হারিয়ে ফেলতাম।যেমন যদি নিউটনের তৃতীয় গতিসূত্র না থাকতো তাহলে আজকে আমরা চাঁদে যেতে পারতাম না অর্থাৎ রকেট আবিষ্কার করতে পারতাম না। স্যার আইজ্যাক নিউটনের  জন্য আজকে আমরা উনার প্রতি কৃতজ্ঞ।,


বিজ্ঞানী নিউটন প্রথম আবিষ্কার করেন এবং  জগৎবাসী কে প্রমাণ করে দেখান যে সাদা রং আসলে সাতটি রঙের মিশ্রণে তৈরি আরো বলেন যে সূর্যের আলো আমাদের চোখে সাধারণ মনে হলেও এটি আসলে আসলে লাল, হলুদ, নীল, অরেঞ্জ, ভায়োলেট ও বেগনি নীলবর্ণ হয়ে থাকে এবং একে গ্লাস প্রিজম এর মাধ্যমে আলাদা আলাদা করা যায়। আবার এই সাতটি রং মিলিয়ে সাদা রং দেখা যায়। তিনি পরীক্ষা করে দেখান গ্লাস প্রিজম (Glass Prism) ঘুরানোর মাধ্যমে সাতটি রং কিকরে একটি রঙে বদলে যায়।


Sir Isaac Newton Biography – জন্মস্থান
4 January 1643 সালে Sir Isaac Newton ইংল্যান্ডের একটি ছোট গ্রামের মাঠের উপর তৈরী ছোট ঘরে জন্ম গ্রহণ করেন। নিউটনের বাবা পেশায় ছিলেন একজন কৃষক, নিউটনের জন্মের তিন মাস পূর্বেই তার হটাত মিত্তু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here