Aadhaar সংশোধন এর নতুন নিয়ম আনল UIDAI , আসুন জেনে নিন কিভাবে সিট বুকিং করবেন ও সংশোধন করবেন

Smart Update24, By Swastika Paul


Aadhaar সংশোধন এর নতুন নিয়ম আনল UIDAI , আসুন জেনে নিন কিভাবে সিট বুকিং করবেন ও সংশোধন করবেন ।


Aadhaar কার্ডের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে ভারতীয়দের কাছে। রেশন ব্যবস্থা থেকে শুরু করে ন্যূনতম বিভিন্ন ক্ষেত্রে আধারের প্রয়োজনীয়তা এখন অপরিসীম। যে কারণে নতুন আধার তৈরি করা অথবা আধার কার্ডে থাকা ভুল তথ্যের সংশোধন করানো টাও অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর এই জায়গায় আগে থেকে স্লট বুকিং করে নতুন আধার অথবা সংশোধন করার কাজকে আরও সহজ করলো UIDAI।
নতুন আধার অথবা আধার সংশোধনের জন্য আধার কেন্দ্রগুলিতে আগে থেকে অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার জন্য গ্রাহকদের যেতে হবে UIDAI-এর  লিঙ্কে-  click here । আর সেখান থেকে খুব সহজে আগাম অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারবেন গ্রাহকরা। যাতে করে কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট সময়ে আধার কেন্দ্রে গিয়ে নিজেদের প্রয়োজনীয় কাজ করা যায়।


অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি:—
১) UIDAI-এর  লিঙ্কে-  click here ক্লিক করার পর Aadhaar Update, New Aadhaar, Manage Appointments এই অপশনগুলি আপনি দেখতে পাবেন আপনি নিজের প্রয়োজনমতো আপনার পছন্দের বা দরকারি অপশনটি বেছে নিয়ে এগিয়ে যেতে পারেন

২) এরপর নির্দিষ্ট জায়গায় নিজের মোবাইল নম্বর এবং ওয়েবসাইটে থাকা Captcha Code দিয়ে ‘Generate OTP’ অপশনে ক্লিক করুন।

৩) আপনার দেওয়া মোবাইল নম্বরে ওটিপি আসার পর সেই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিয়ে ‘Verify OTP’-তে ক্লিক করে দিন।

৪) পরবর্তী পর্যায়ে আপনাকে দিতে হবে আপনার অ্যাপোয়েন্টমেন্ট সম্পর্কিত নানান তথ্য। যেখানে প্রথমেই থাকবে আপনি Resident/Non-Resident of India (NRI)। এখন আপনি আধার সংশোধনের অপশন বেছে থাকলে আপনার থেকে পর্যায়ক্রমে চাওয়া হবে Aadhaar নম্বর, নাম, রাজ্য, শহর। আপনার দেওয়া বিবরণের ভিত্তিতে আপনি যে আধার কেন্দ্রে আধার সংশোধন করাতে চাইছেন সেটি বেছে নিতে হবে।
এখানে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আপনাকে বেছে নিতে হবে তা হল আপনি কিসের মাধ্যমে আপনার তথ্য যাচাই করবেন। অপশন ১) Document অথবা ২) HOF। যদি কোনো গ্রাহকের POI/POA/DOB ডকুমেন্ট না থাকে তাহলে তাকে HOF অপশন বাছতে হবে। এরপর NEXT বটনে ক্লিক করে পরবর্তী পর্যায়ে পৌঁছে যেতে হবে।
৫) এখানে এসে এবারে আপনাকে জানতে হবে যে আপনি ঠিক কি সংশোধন করতে চাইছেন আপনার আধার কার্ডে । যেমন Name/Gender/New Mobile No/Email ID/Address/Date Of Birth/Biometric (Photo/Iris/Fingerprint)।
৬) আপনি যেটি সংশোধন করতে চাইছেন সেটি তালিকা অনুযায়ী আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই সংশোধন করতে কত টাকা খরচ হবে। খরচ  দুই ধরনের। নাম, ঠিকানা, মোবাইল নম্বর, লিঙ্গ, ইমেল ইত্যাদির জন্য ৫০ টাকা। Biometric (Photo/Iris/Fingerprint)-এর জন্য ১০০ টাকা।
৭) এখন আপনি আপনার আধারের যে তথ্য পরিবর্তন করাতে চান তার বিবরণ দিতে হবে। এরপর NEXT বটনে ক্লিক করে পরবর্তী পর্যায়ে পৌঁছে যেতে হবে।
৮) এই পর্যায়ে বেছে নিতে হবে আপনি কোন মাসের কোন দিন আধার কেন্দ্রে পৌঁছাতে পারবেন। তারিখ বেছে নেওয়ার সময় নিচে দেখা যাবে দুই ধরনের ঘর। এক ধরনের ঘর লাল এবং অন্য ধরনের ঘর সাদা। লাল ঘরের অর্থ হলো ওই স্লট কেউ বুক করে নিয়েছেন। সাদা ঘরের স্লটগুলি ফাঁকা, যার মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে নিজের স্লট। এরপর NEXT বটনে ক্লিক করে পরবর্তী পর্যায়ে পৌঁছে যেতে হবে।
৯) এই পর্যায়ে আপনাকে দেখিয়ে দেবে আপনার বুক করা সমস্ত তথ্য। সেগুলি যাচাই করে Submit করে দিতে হবে।
এই ভাবে আগে থেকে অ্যাপোয়েন্টমেন্ট বুক করার পর আপনার বেছে নেওয়া অ্যাপোয়েন্টমেন্ট অনুযায়ী সঠিক সময়ে গিয়ে আপনি সহজেই আপনার আধারের তথ্য সংশোধন অথবা নতুন আধার করাতে পারেন। তথ্য সংশোধন অথবা নতুন আধারের আবেদন করার সময় আপনাকে প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here