Cyclone Yash | Bengal is going to be hit by a stronger storm than Amphan

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Cyclone Yash : May Hit the Bengal


 

Cyclone Yash | বাংলায় সেই May মাস, আর সেই Lockdown। এই আবহে ফের আমফান এর  স্মৃতি উসকে ধেয়ে আসছে Yash।

Delhi Weather Building এই ইঙ্গিত দেওয়া হয়েছে। Cyclone Yash |

Air office সূত্রে খবর, East-Central Bay of Bengal এ তৈরি হয়েছে নিম্নচাপ। যা ধীরে ধীরে পরিণত হতে পারে ঘূর্ণাবর্তে Water vapor from the sea শুষে Cyclone এ পরিণত হতে পারে ।

Group Cards
Google News View Now

Primarily সুন্দরবনে আছড়ে পড়তে পারে এই Cyclone। তারপর Direction বদলে ঢুকতে পারে বাংলাদেশ।

গত বছর 19th May-র Super Cyclone আমফান এর  তাণ্ডব দেখেছিল বঙ্গবাসী।

Alipore air office জানিয়েছে ,যশের প্রভাব তার থেকেও বেশি হবে।

এদিকে, এখনই Rain forecast দেয়নি Air Office। আগামি 2দিন থাকবে অস্বস্তিকর গরম। Mercury ঘোরাফেরা করতে পারে 40-এ।

তবে বঙ্গোপসাগরের নিম্নচাপে  Friday থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। 23-25 তারিখের মধ্যে স্থলভূমিতে আছড়ে পড়তে পারে যশ।

উত্তরবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে রেখেছে Air Office।

এদিকে,বাংলা প্রচণ্ড দাবদাহে পুড়ছে । পর পর পাঁচ দিন 5 Degree Temperature  বাড়ল রাজ্যে।

গত 24 ঘণ্টায় Kolkata-র Highest Temperature 38.2 ডিগ্রি সেলসিয়াস  যা স্বাভাবিকের থেকে 3 Degree বেশি। Kolkata-র Lowest Temperature 28.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 Degree বেশি।

বাতাসে Relative humidity-র পরিমাণ সর্বাধিক 89%, ন্যূনতম 47% |

Meteorological Office জানিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা প্রভৃতি জেলায় বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ।

সেই সঙ্গে 30-30 KM বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here