Cyclone Yash : May Hit the Bengal
Cyclone Yash | বাংলায় সেই May মাস, আর সেই Lockdown। এই আবহে ফের আমফান এর স্মৃতি উসকে ধেয়ে আসছে Yash।
Delhi Weather Building এই ইঙ্গিত দেওয়া হয়েছে। Cyclone Yash |
Primarily সুন্দরবনে আছড়ে পড়তে পারে এই Cyclone। তারপর Direction বদলে ঢুকতে পারে বাংলাদেশ।
গত বছর 19th May-র Super Cyclone আমফান এর তাণ্ডব দেখেছিল বঙ্গবাসী।
Alipore air office জানিয়েছে ,যশের প্রভাব তার থেকেও বেশি হবে।
তবে বঙ্গোপসাগরের নিম্নচাপে Friday থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। 23-25 তারিখের মধ্যে স্থলভূমিতে আছড়ে পড়তে পারে যশ।
উত্তরবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে রেখেছে Air Office।
এদিকে,বাংলা প্রচণ্ড দাবদাহে পুড়ছে । পর পর পাঁচ দিন 5 Degree Temperature বাড়ল রাজ্যে।
বাতাসে Relative humidity-র পরিমাণ সর্বাধিক 89%, ন্যূনতম 47% |
সেই সঙ্গে 30-30 KM বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।