World Telecommunication and Information Society Day

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

World Telecommunication Day 2021


we 1


Telecommunication-র মাধ্যমেই হালফিলে পৃথিবীর এক প্রান্ত পৌঁছে যায় আরেক প্রান্তের কাছে। লকডাউনে যোগাযোগের একমাত্র উপায় Telecommunication |

বিপদের দিনে সাহায্যসূত্রের সন্ধান নিমেষে পৌঁছে যায় । সেই Information and Communication Technology-র গুরুত্ব উদযাপনের লক্ষ্যেই প্রতি বছর 17th May তারিখটি World Telecommunication Day (WTD) হিসাবে পালিত হয় | World Telecommunication Day 2021 |

History Of World Telecommunication Day:

Telecommunication-র প্রসঙ্গ উঠলে আমাদের সবার আগে মনে পরে Internet-র কথা।

Group Cards
Google News View Now

চলতি বছরে World Telecommunication Day উদযাপনেও Internet-র ব্যবহারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ।

কিন্তু ইন্টারনেটInternet খুব একটা Old Technology না হলেও World Telecommunication Day -র সূচনার লক্ষ্যে আমাদের পিছিয়ে যেতে হবে শতাব্দীপ্রাচী পথে |

সে-ই 1865 সালে! ওই বছরের 17th May International Telecommunication Union(ITU)-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের রাজধানী Paris-এ। এই অধিবেশন উপলক্ষ্যেই স্বাক্ষরিত হয়েছিল International Telegraph Convention। এর পর 2005 সালে।

সেই সময়ে World Summit-এ UN General Assembly-র কাছে Information Society-কে সামনে রেখে একটি আর্জি জানানো হয় |

অনুরোধ করা হয় যে প্রতি বছর 17th May তারিখটিকে World Information Society Day,(WISD) হিসেবে পালনের Permission দেওয়া হোক |

2006, March মাসে United Nations General Assembly এই প্রস্তাবে সম্মতি দেয়।

সেই বছর তুরস্কের আনতালিয়ায় যে অধিবেশন বসেছিল, তা World Information Society Day এবং International Telecommunication Union মিলিয়ে দেয় |

জন্ম নেয় World Telecommunication and Information Society Day( WTISD)।

World Telecommunication Day theme this year:

Covid-19 Lockdown-র দিনে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে থিম হিসেবে বেছে নিয়েছে |

Internet-র বিশদ ব্যবহারে প্রত্যেকের কাছে খবর পৌঁছনো Important এবং এই বিষয়ে social inequality-র প্রতিরোধকে। এই দুঃসময়ে Technology ব্যবহার করে এক দিকে যেমন অনেকেই উপকৃত হচ্ছেন, তেমন সমাজের একটা বড় অংশ এখনও এই সুবিধা থেকে বঞ্চিত রয়ে গিয়েছেন।

For Further Details: https://www.un.org/en/observances/telecommunication-day

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here