Mobile App বানানো শিখুন ঘরে বসেই | জেনে নিন কিভাবে বানাবেন |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Learn how to make a mobile app at home Learn how to make |



বেশ কিছু উপায়ে Mobile App তৈরি করতে পারবেন। আপনি কেমন App বানাতে চাইছেন তার উপর নির্ভর করে Tools ব্যবহার করতে পারেন।


  1. Android Studio: আপনি শুধুমাত্র Android Phone-র জন্য App তৈরি করতে চাইলে Android Studio ব্যবহার করতে পারবেন। App-র Size কম হবে। Programming না জানলেও আপনি YouTube ঘেটে একটি Basic App তৈরি করে ফেলতে পারবেন। এখানে Design-র জন্য XML ব্যবহার করা হয়। Language হিসেবে Javaএবং Kotlin Use করার সুযোগ রয়েছে।

  2. Swift: Only For iPhone App তৈরি করতে চাইলে Swift হতে পারে আপনার জন্য আদর্শ। iPhoneর জন্য App তৈরি করতে হলে আপনার কাছে অবশ্যই MacBook থাকতে হবে।

  3. React Native: Android & iOS -একসাথে দুই Platform-র জন্য App তৈরি করতে চাইলে React Native শিখে নিতে পারেন। এ জন্য আপনাকেJavascript-র শিখতে হবে |

  4. Flutter: Google-র তৈরি Language Flutter জনপ্রিয়তা লাভ করছে ।Same Code Use  করে Android & iOS -র জন্য App তৈরি করতে পারবেন।
  5. Unity: আপনি Gamming App তৈরি করতে চাইলে Unity Game Engine- র Help নিতে পারেন। C Sharp Language জানা থাকলে আপনার কাজটি আরো অনেক সহজ হবে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here