Women Indian Army: পুলওয়ামা হামলায় স্বামীকে হারিয়ে স্ত্রী যোগ দিলেন ইন্ডিয়ান আর্মি তে |

Join Our WhatsApp Group For New Update

Nitika Call Dhoundiyal, Martyred Major Vibhuti Dhoundiyal’s Wife



Women Indian Army:  নীতিকা কউল। মেয়েটির স্বামী যখন মারা যায় তখন তাঁর সবে ন মাস বিয়ে হয়েছে।

2019 সালের 18 ফেব্রুয়ারী, কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাস ঠেকাতে গিয়ে ঝাঁঝরা হয়েগিয়েছিলেন মেজর “বিভূতি শঙ্কর ধৌন্ডিয়াল”।

Women Indian Army , 19th May, 2021 চেন্নাইয়ের সেনাবাহিনীর অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে যে 31জন মহিলা ক্যাডেট গ্যাজুয়েট হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম একটি নাম…….নীতিকা কউল!

মেজর স্বামীর দেহ যখন দেরাদুনের বাড়িতে এসে পৌঁছয় তখনও নীতিকা কে ভেঙে পড়তে দেখেনি কেউ। শুধু শোনা গিয়েছিল আস্ফুটে বলছেন,”আমি তোমার জন্য গর্বিত”।

এই ঘটনার প্রায় 27 মাস পেরিয়ে নীতিকা সেনাবাহিনী তে!

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তামিলনাড়ুতে শুরু হয় মারাত্মক কঠিন ট্রেনিং।

সব লড়াই শেষে শনিবার সেনা বাহিনীর অফিসার পদে নাম লেখান তিনি।

                কিছু কিছু খবর পড়লে অজান্তেই চোখ দুটো ভিজে ওঠে। কী রকম একটা হয় বুকের ভেতরে!কিছু একটা দলা পাকায় গলার কাছে। আমি পারিনি, আমরা পারিনি কেউ না কেউ তো পেরেছেন। জানি আমাদের কিছু দেবার নেই। নির্লজ্জের মতো এই সাফল্যে ভাগ বসাতে যাওয়া ছাড়া!

তবুও মেয়ে হিসেবে কোথাও একটা লাগে বৈকি, যখন পড়ি …”যেদিন সেনাবাহিনীতে পা রেখেছিলাম, সে দিনই মনে হয়েছিল, ওঁর আর আমার যাত্রাপথ এখন থেকে একই।

ও আশেপাশেই আছে সব সময়। আমাকে দেখছে আর বলছে, তুমি পেরেছ! বিভু শারীরিক ভাবে নেই ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমাদের বিয়েটাও আর নেই। বিভু সব সময় আমার সঙ্গেই আছে।”

কী আর বলি নীতিকা, আমাদের মতো কোটি কোটি মেয়েদের কে আপনি জিতিয়েছেন।

আমরা তো আসলে নিজেদের মধ্যেই খেয়োখেয়ি করেই কাটিয়ে দিই একটা জীবন! দৃষ্টি প্রসারিত করে বহুদূর দেখার ক্ষমতাও আমাদের নেই! তাই চোখের সামনে যখন কাউকে স্বপ্ন ছুঁতে দেখি বড়ো ভাল লাগে।

Join Our WhatsApp Group For New Update

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here