HomeGovt SchemesWhy don't we speak English? i don't speak english very well why...

Why don’t we speak English? i don’t speak english very well why ??

লেখক, রঞ্জন বর্মণ তাঁর আট বছরের গবেষণা এই বইটি লেখার জন্য ব্যয় করেছেন। বইটি দাবি করছে যে পাঠক চার মাসের মধ্যে নিখুঁত ইংরেজী বলতে সক্ষম হবেন (speak English)।

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Why don’t we speak English? (আমরা কেন ইংরেজিতে কথা বলতে পাড়ি না? )

speak English / Speaking English  : আপনি কি ইংরেজিতে কথা বলতে না পারার কারনে ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছেন? আপনার নিম্নমানের ইংলিশের কারণে আপনি কি আপনার ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন? আপনার ইংরেজি ভাষা যথাযথ না হওয়ায় আপনি নিজেকে নিচু মনে করছেন?

এখন থেকে আর আপনাকে আর কোনও উপহাসের মুখোমুখি হওয়ার দরকার পড়বে না। ইংরেজিতে নিখুঁত দক্ষতা আনার সহজ উপাই এবং সূত্রগুলি এখন এই বইটিতে উপলভ্য।

সাবলীলভাবে ইংরাজী ভাষায় কথা বলতে পাড়া যদি আপনার একটি স্বপ্ন হয়ে থাকে এবং আপনি যদি একটি সহজ বই পড়তে এবং বুঝতে পারেন, তবে আমরা আপনাকে রঞ্জন বর্মনের “Learn The Secret Art Of Speaking English” (speak English )নামক সর্বাধিক দ্রুত বিক্রিত বইয়ের সাথে পরিচয় করাতে যাচ্ছি। সাবলীল ভাবে ইংরেজীতে কথা বলতে পারার এটি একটি নিখুঁত শর্টকাট।

Group Cards
Google News View Now

এই বইটিতে সহজ টিপস এবং কৌশল রয়েছে যা কোনও ব্যাকরণগত ত্রুটি ছাড়াই আপনাকে অনায়াসে ইংরেজী বলাতে সক্ষম এবং এই পদ্ধতিকে অনুসরণ করাও খুব সহজ।

এখন আপনি বিরক্তিকর ইংলিশ ক্লাসে বা কোন ইংরেজী প্রশিক্ষণ প্রোগ্রামে যেতে ভুলে যেতে পারেন কারন এখন আপনার ইংরেজিতে কথা বলার স্বপ্ন এই বইটি পূরণ করে দিবে।

লেখক, রঞ্জন বর্মণ তাঁর আট বছরের গবেষণা এই বইটি লেখার জন্য ব্যয় করেছেন। বইটি দাবি করছে যে পাঠক চার মাসের মধ্যে নিখুঁত ইংরেজী বলতে সক্ষম হবেন (speak English)।

Speak English : এটি একটি পরীক্ষিত সূত্র এবং এটি শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিতে কথাবলার দক্ষতা নিয়ে আনবে এবং আপনি সেকেন্ডেরও কম সময়ে নিজের মনে ইংরেজিতে বাক্য অনুবাদ করতে পারবেন এবং বলতে পারবেন।


Speaking English : আমরা ছোটবেলা থেকে স্কুলে ইংলিশ শিখে আসছি। ছোটবেলা থেকে কলেজ অবধি ইংলিশ বিষয়কে বাধ্যতামূলক করা সত্ত্বেও আজ আমরা ইংরেজি ভাষায় কথা বলতে পাড়ি না। তার কারণ হল স্কুল ও কলেজে আমাদের ইংরেজি ভাষার একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শেখানো হয়না। সেই চ্যাপ্টারের ব্যাপারে বেশিরভাগ ইংলিশ শিক্ষক জানেন না যে সেই চ্যাপ্টারের কোন অস্তিত্ব আছে কিনা।

কিন্তু সেই চ্যাপ্টারকে যদি ছোটবেলা থেকে আমাদের শিখানো হত তবে আমরা হাই স্কুলে যাবার আগেই ইংরেজিতে কথা বলতে পাড়তাম। ইংলিশে রিডিং পড়া, সাধারণ ইংরেজি শব্দের বাংলা অর্থ আমরা ছোটবেলাতেই শিখে যায়। হাই স্কুলে এসে আমারা ইংরেজি গ্রামারের ব্যাপারে ভালো করে জানতে পাড়ি।

তা সত্ত্বেও শুধু মাত্র একটি চ্যাপ্টার আমাদের ইংরেজি বইয়ে না থাকার কারনে আমরা ইংরেজিতে কথা বলতে পাড়ি না। পরবর্তীকালে আমাদের ইংরেজি সেখার জন্য আলাদা করে ক্লাস নিতে হয় যখন আমরা জানতে পাড়ি যে এটা না পাড়লে আমরা জীবনে উন্নতি করতে পারব না।

সেই চ্যাপ্টারটি কেন স্কুলে শেখানো হয়না সেটা আমার জানা নেই। এই বইটিতে আমি সেই চ্যাপ্টারটির ব্যাপারে বিস্তারিত ভাবে আলোচনা করতে যাচ্ছি (speak English)।

speak English : চ্যাপ্টারটিকে যেহেতু এই বইটির মাধ্যমে আপনাকে আমি শেখাতে যাচ্ছি তাই আপনাকে এই চ্যাপ্টারটি একটু বড় বলে মনে হতে পাড়ে। এই চ্যাপ্টারটি শেখার সময় আপনাকে একটু একঘেয়েও লাগতে পাড়ে। কিন্তু আপনি যদি ধৈর্য না হাড়িয়ে এই বইটি সম্পূর্ণ করতে পারেন তবে দেখবেন আপনার ইংরেজিতে কথা বলাতে আর কোন বাধা থাকবে না।

আপনার হইত মনে পড়বে যে ছোটবেলা আমাদের নামতা শেখানো হয়েছিলো। নামতা পড়তেও আমাদের একঘেয়ে লাগলো কিন্তু সেটা না পড়লে আমরা আজ দ্রুত হিসাব নিকাশ করতে পাড়তাম না।

আমরা যখন কোন বাংলা বাক্যকে ইংরেজিতে বলার চেষ্টা করি তখন আমাদের বেশকিছু সময় লেগে যায় সেটার ইংরেজি বার করতে। কখন হইত আমরা বুঝতেই পাড়িনা যে বাক্যটির ইংরেজি কি হবে। এইরকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় দুইটি কারণে।

১. আমরা বাংলা থেকে ইংরেজি করার বাক্যগুলির নামতা জানি না।

২. আমরা বাংলা থেকে ইংরেজি করার জন্য যে সঠিক বাক্যগুলির প্রয়োজন সেই বাক্যগুলি কি তা জানি না।


এই বইটি ইংরেজি গ্রামার বা শব্দ ভাণ্ডারের ব্যাপারে নয়। কারণ সেই বিষয়গুলি আমরা স্কুলে পড়তে শিখে থাকি। তাছাড়া আপনার যদি মনে হয় যে আপনার ইংরেজি গ্রামার বা শব্দ ভাণ্ডারের ব্যাপারে জানা প্রয়োজন তবে আপনি এই বইটির পাশাপাশি ভালো ইংরেজি বই কিনে রাখতে পাড়েন।

অনেকে মনে করেন যে ইংরেজি গ্রামার ও শব্দ ভাণ্ডারের ব্যাপারে জ্ঞান কম থাকার কারণে আমরা ইংরেজি বলতে পাড়ি না। আপনি যদি এইরকমটা মনে করেন তবে এই ধারণাটি মন থেকে মুছে ফেলুন।

আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনি সেই সমস্ত শব্দের অর্থ জানেন যে শব্দ গুলি আপনার ইংরেজিতে কথা বলতে প্রয়োজন।

“I have been teaching students English speaking course since 2011. I have seen that most of the students have fear about English language. They don’t have self confidence about themselves. They think what people will think about them if they make mistakes while speaking in English.”

ওপরের এই ইংরেজি বাক্যগুলির মধ্যে আপনি ঠিক কোন ইংরেজি শব্দের মানে জানেন না। মনে রাখবেন আপনি হইত পুরো ব্যাকের মানে নাও জানতে পাড়েন কিন্তু আপনি যদি শব্দগুলিরও মানে না বুঝতে পাড়েন তবে এই বইটি আপনাকে কোন সাহায্য করতে পারবে না। সে ক্ষেত্রে আমি বলব আপনাকে আগে নিছু ক্লাসের ইংরেজি গ্রামার বই থেকে সাধারণ ইংরেজি শিখে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।

বাকিদের ক্ষেত্রে বলি, আপনি কি শব্দগুলির মানে বুঝতে পারছেন? যদি পাড়েন তবে আপনি এই বইটি থেকে শিখে ইংরেজিতে কথা বলতে পারবেন। আর আপনি যদি সবগুলি লাইনের মানেও বুঝতে পারছেন তবে আপনার জন্য ইংরেজিতে কথা বলা আর সহজ।

এই বইটি থেকে আপনি কি কি শিখবেন?

১. বাংলা থেকে ইংরেজি করার জন্য কোন বাক্যগুলির প্রয়োজন।

২. বাংলা থেকে ইংরেজি করার যে নির্দিষ্ট বাক্যগুলি রয়েছে তাদের সাহায্যে কি করে যে কোন বাংলা ব্যাকের ইংরেজিতে রূপান্তরিত করা যায়।

৩. কি করে সেকেন্ডের কম সময়ে মনে মনে বাংলা ব্যাকের ইংরেজিতে রূপান্তর করা যায়।

Available on,Untitled design 16 e1620910855547

https://amzn.to/3y9Ifn1

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular