HomeSocial Newsমশা কামড়ালে চুলকায় কেন?আরও জানুন

মশা কামড়ালে চুলকায় কেন?আরও জানুন

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

মশা কামড়ালে চুলকায় কেন?(Why do mosquito bites cause itching?)


Smart Update24, By Syed Mosharaf Hossain:আমাদের জীবনেরর সবচেয়ে বিরক্তিকর প্রাণী হল এই মশা।কুৎসিত এই যন্ত্রনা কানের কাছে ভ্যা ভ্যা করে কামড় দেওয়ার সাথে চুলকানিও হয়।স্ত্রী মশা যখন কামড় দেয় তখন হুল ফুটিয়ে রক্ত চুষে নেয়।কিন্ত সমস্যা হল অন্য জায়গায় আমাদের রক্ত অতি দ্রুতই জমাট বেধে যায় তাই মশা রক্ত খাওয়ার সাথে সাথে কিছু স্যালিভা বা লালা আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয়।

এই লালায় থাকে জমাট বিরোধী এন্টিকুওয়াগুলেন্ট।লালারস বিভিন্ন প্রোটিন দিয়ে তৈরী।বাইরের এই প্রোটিন শরীরে প্রবেশ করার সাথে ইমিউনগ্লোবোলিন ই (IgE) জেগে উঠে মাস্ট সেল কে উদ্দিপ্ত করে।এই মাস্ট সেল হিস্টামিন নিঃসরণ করে। হিস্টামিন কামড়ের স্থানের কৈশিক রক্তশিরাগুলিকে ফুলিয়ে দেয় (dilation of capillaries),এবং সেখানকার স্নায়ুগুলিতে অসস্তি জাগায়। ফলে ঐ জায়গায় একটু ফোলা দেখা যায় আর চুলকায়।এরপর ঐ ক্ষত জায়গায় শ্বেত রক্ত কণিকা আকর্ষিত হয় এবং কিছুক্ষণ পর চুলকানিও চলে যায়।


 

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular