বিশ্বের সবচেয়ে দামি আইস্ক্রিম কোনটি | কতো দাম এই আইস্ক্রিম এর। কী এমন আছে ?
Expensive ice cream: বিরিয়ানির পর আরও একটি তাক লাগানো কাণ্ড ঘটাল দুবাইয়ের Scoopi Cafe। ২৩ ক্যারেট সোনা দিয়ে এই Scoopi Cafe বানিয়ে ফেলল একটা আইসক্রিম। যেটি কিনা বিশ্বের অন্যতম দামি মিষ্টির মধ্যে একটি।
বিশ্বের সবচেয়ে দামি আইস্ক্রিম কোনটি ?
নেটদুনিয়ায় এই Ice Cream ভিডিয়োটি বেশ জনপ্রিয় হয়েছে। ভিডিয়োটি তৈরি করে ইউটিউবে শেয়ার করেছেন শেহনাজ ট্রেজারি। পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ান তিনি। তিনি জানিয়েছেন, এই আইসক্রিমের মূল্য ভারতীয় মুদ্রায় ৬০ হাজার টাকা। রূপোর চামচে করে খেতে দেওয়া হয় এই আইসক্রিম। ভিডিয়োতে তিনি জানান, পৃথিবীর সবচেয়ে দামি খাবারের মধ্যে এটি একটি।
Read More: ‘Utsashree ‘ Online Portal: শিক্ষকদের জন্য নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার ‘উত্সশ্রী’
কী রয়েছে এই Ice Cream?
এতে রয়েছে মাদাগাস্কারের বিখ্যাত ভ্যানিলা যার নাম Madagascar vanilla। রয়েছে Italian Black Truffles। Black Diamond-কে সাজাতে ব্যবহার করা হয় Iranian saffron এবং সব শেষে উপরে ছড়িয়ে দেওয়া হয় ২৩ ক্যারেট সোনার ফ্লেক্স।
যদিও সোনার কোনও পুষ্টিগুণ আছে কি? সোনার গুঁড়ো মেশান আইসক্রিমটি মুখে তুলে এমই প্রশ্ন করেন। তাঁর এই ভিডিয়ো শেয়ার করেছেন অনেকেই। ভিউজও হয়েছে অনেকে। অনেকেই স্বর্ণচূর্ণের নানা গুণের কথা জানিয়েছে। তবে, কেবল সোনার আইসক্রিম নয় Scoopi Cafe-তে পাওয়া যায় Gold Cappuccino এবং সোনার বার্গার। সবেতেই ব্যবহার হয় ২৩ ক্যারেট সোনা।
Which is the most expensive ice cream in the world? How much is this ice cream. What is there?
After the biryani, another scandal took place at Scoopi Cafe in Dubai. This Scoopi Cafe made an ice cream with 23 carat gold. Which is one of the most expensive sweets in the world.
Which is the most expensive ice cream in the world?
This Ice Cream video has become quite popular in the net world. Shehnaz Treasury made the video and shared it on YouTube. He traveled around the world. He said that the price of this ice cream is 60 thousand rupees in Indian currency. This ice cream is served with a silver spoon. In the video, he said, it is one of the most expensive food in the world.
What is this Ice Cream?
It contains the famous Madagascar vanilla called Madagascar vanilla. There are also Italian Black Truffles. Iranian saffron is used to decorate the Black Diamond and 23 carat gold flakes are spread on top at the end.
Although gold has no nutritional value? ME raised the ice cream mixed with gold powder in his mouth and asked. Many people have shared this video of his. There have been many views. Many people have mentioned the various qualities of gold powder. However, not only gold ice cream but also gold cappuccino and gold burgers are available at Scoopi Cafe. Only 23 carat gold is used.