HomeGovt SchemesWB Board Exam Update: Cancellation is secondary, higher secondary ...

WB Board Exam Update: Cancellation is secondary, higher secondary (WBBSE, WBCHSE)

Decision on West Bengal Board Class 10, 12 exams canceled



WB Board Exam Update: Secondary, Higher secondary সম্ভবত বাতিলই হচ্ছে |

Expert committee যে Report চূড়ান্ত করে ফেলেছে, তাতে উল্লেখ, এই মুহূর্তে EXAM Possible নয়।

Exam-র বদলে কোন পদ্ধতিতে মূল্যায়ন তাও রয়েছে রিপোর্টে।

ইতিমধ্যে CBSE 10th & 12th এবং ও ISC Exam Cancel ঘোষণা করা হয়েছে।

Read More: আপনি কি Job খুজছেন ? জেনে নিন Sensex এর মধ্যে কোনটিতে লাভ বেশি |

So what is being canceled this time secondary and higher secondary?

Covid Situation এ 21 Lakhs Student-র Exam Possible নয়।রাজ্য সরকারের গঠিত ৬ সদস্যের Expert Committee এমনই মতামত দিয়েছে ।

Read More: Some Study Hack | প্রতিটি Student এর জানা উচিত |

Expert Committee তাদের রিপোর্ট পেশের পর final decision নেবে নবান্ন।

The Board and the Education Parliament will inform about the method of evaluation:

WB Board Exam Update: Committee-র বক্তব্য, Covid Situation এ পরীক্ষা নেওয়া উচিত হবে না। কারণ হিসেবে বলা হয়েছে, আসতে পারে  Covid Second Stage।শিশুদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যে বয়সের ছাত্রছাত্রীরা, তাদের Vaccination-ই হয়নি।

How will the examinees evaluate if they are not WB Board Exam Update till the end?

Higher Secondary-র ক্ষেত্রে পরীক্ষার্থীদের বাড়িতে বসিয়ে Home assignment দিয়ে মূল্যায়নের কথা ভাবাহচ্ছে।

এবছর উচ্চ মাধ্যমিকে যাঁদের বসার কথা, তাঁদের Science বিভাগে 30 নম্বর Practical & Arts ও Commerce 20 নম্বরের Project-র নম্বর জমা পড়েছে সংসদের কাছে। 

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিগত একাদশ শ্রেণির বার্ষিক অসম্পূর্ণ পরীক্ষার ফল নজরে আছে কমিটির। মাধ্যমিকের ক্ষেত্রে 10 নম্বরের Internal evaluation এবং 9th-র Annual Exam-র Result মাথায় রাখা হচ্ছে।

এদিকে স্থগিত হয়ে যাওয়া CBSE-র 12th Exam-র Evaluation process নিয়ে 12 সদস্যের Committee গঠন হয়েছে। 10 Days-র মধ্যে জমা পড়বে Report।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । 

আপনি নিজের মতামত কমেন্ট এ জানান মাধ্যমিক ও উচ্ছমাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষৎ নিয়ে | যাতে আমরা নতুন জেনারেশন এর স্টুডেন্টদের সাহায্য করতে সক্ষম হয়

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular