HomeGovt SchemesWB 12 result 2021 review online , know the process and portal...

WB 12 result 2021 review online , know the process and portal link

HS Results 2021: কীভাবে রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, জানিয়ে দিল সংসদ

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

How to apply WB 12 result 2021 review online

12 result 2021 review: এবারও উচ্চ মাধ্যমিকে উত্তরপত্র রিভিউ করতে পারবেন পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় পড়ুয়ারা একাদশ শ্রেণির উত্তরপত্র রিভিউ করতে পারবেন। সেজন্য আগামী ২৬ জুলাই বেলা তিনটের মধ্যে প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন করতে হবে।

এবার করোনাভাইরাস পরিস্থিতিতে পুরোপুরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। মাধ্যমিক একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিকাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে তৈরি করা হয়েছে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মার্কশিট। তবে যে প্রার্থীরা নম্বর সন্তুষ্ট হবেন না, তাঁরা রিভিউ করতে পারবেন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না হওয়ায় একাদশ শ্রেণির উত্তরপত্রের রিভিউ করা যাবে।

Read More: Burdwan: ১ টাকায় চপ, ২ টাকায় ঘুগনি! পূর্ব বর্ধমানের জামালপুরের হিমাংশুর গরম তেলেভাজা

HS Results 2021: কীভাবে রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, জানিয়ে দিল সংসদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান,

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২০২০ সালে একাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন। সেই উত্তরপত্র রিভিউ করা যাবে।। সেই রিভিউয়ের জন্য আগামী ২৬ জুলাই দুপুর তিনটের মধ্যে শুধুমাত্র প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। তারপর সেই উত্তরপত্র পর্যালোচনা করে দেখবেন বিশেষজ্ঞরা। সেই রিভিউয়ে যা নম্বর হবে, তা চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। সেইসঙ্গে সংসদের সভাপতি জানান, আগেই স্কুলগুলিকে একাদশ শ্রেণির উত্তরপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল।

Group Cards
Google News View Now

এমনিতে মাধ্যমিকে পাশের হার ১০০ শতাংশ হওয়ার পর সকলের চোখ ছিল উচ্চ মাধ্যমিকের দিকে। সেই পর্যায় না গেলেও পাশের হারে নিরিখে এবারও রেকর্ড তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিকে। সমস্ত রেকর্ড ভেঙেচুরে এবার ৯৭.৬৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গতবার যে হার প্রায় চার শতাংশ বেড়ে ৯০ শতাংশের গণ্ডি ছাড়িয়েছিল। সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, মুর্শিদাবাদের এক মুসলিম ছাত্রী এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular