Smart Update24, by Swastika Paul
আপনি ও কি আপনার ল্যাপটপ বা কম্পিউটার এর ব্যাটারী ব্যাকআপ নিয়ে চিন্থিত ? তাহলে জেনে নিন কিভাবে আপনি ব্যাটারী ব্যাকআপ বাড়াতে পারেন | জেনে নিন কিছু পদ্ধতি –
Display-র উজ্জলতা কমিয়ে রাখুন :
ল্যাপটপের ডিসপ্লে হল সবচেয়ে বেশি প্রধান পার্ট। ব্রাইটনেস বাড়িয়ে স্ক্রিন উজ্জ্বল রাখতে উল্লেখযোগ্য পরিমাণে চার্জ ক্ষয় হয় |
তাই আপনি যদি কাজের সময় সবচেয়ে ভালো battery backup পেতে চান | তাহলে display-র brightness কমিয়ে 25% অথবা 0% এ রাখুন |কাজ ও হবে, ব্যাটারিতে চার্জ ও কিছু থেকে যাবে | পরবর্তিতে কাজে লাগাতে পারবেন, আবার চার্জে না লাগিয়েই।
Windows 10 এ কিছু ফিচার রয়েছে যা আপনাকে আগের তুলনায় অনেক বেশি customize করার সুযোগ দিচ্ছে |ফলে আপনি আপনার সুবিধামত power sever অপশন টি অন করে দিতে পারবেন |এছাড়াও অলস অবস্থায় পড়ে থাকা ল্যাপটপ দ্রুত মনিটর অফ কিংবা sleep mode এ রাখতে পারবেন | সবকাজের একটাই উদ্দেশ্য চার্জ ধরে রাখা।
ইন্টারনেটের সাথে কানেক্ট না থাকা অবস্থায়, অনেকের ল্যাপটপে wi-fi , Bluetooth এসব অফ করা থাকে না |এই settings গুলো বেশ ভালো পরিমাণে battery drain করে থাকে| তাই একান্তinternet/networking এ connect থাকার দরকার না হলে wi-fi অফ করে রাখা উচিত |Windows 10 এ wi-fi icon deselect করে দিলেই কাজ হয়ে যাবে| অযথা ব্যাটারি ও drain হবে না।
ল্যাপটপের সাথে লাগানো peripherals গুলো খুলে রাখা কাজ শেষে :
peripherals গুলোকে power supply দিতে হয় ল্যাপটপ এর ই।
সারাদিনরাত চার্জার এর সাথে কানেক্ট করে রাখা যাবে না :
যদিওবা এখনকার ল্যাপটপগুলোতে Lithium battery ব্যবহার করা হয় | এদের সার্কিট এ over charging protection রয়েছে, যা সুরক্ষা দিবে| কিন্তু লম্বা সময় ধরে একাজ করা হলে, ব্যাটারি লাইফের উপর negative প্রভাব পড়বেই আজ না হোক কাল।
এছাড়া বেশ কয়েকটি company -র ল্যাপটপে এমন সার্ভিস রয়েছে ,যে আপনি সারাদিন চার্জে লাগিয়ে রাখলেও একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ হয়ে আর চার্জ গ্রহন করবে না| সেক্ষেত্রে আপনার উচিত হবে 80-90% ফুল চার্জ করার অপশন সিলেক্ট করা |100% এর অপশন সিলেক্ট না করাটাই আপনার ব্যাটারি হেলথের জন্যে।
SSD :
Solid State Drive , যা একাধারে ল্যাপটপ এর প্রসেসিং স্পিড বাড়ায় সেই সাথে battery backup ঠিক রাখে, এমনকি আগের থেকে কম ব্যাটারি খায় সিস্টেম এ।
সেটিংস থাকলে নর্মাল কাজের সময় integrated Graphix অন করে কাজ করার সুবিধা নেওয়াই উচিত। Integrated Graphics Chip এর দ্বারা চালানোর ফলে দেখা গেছে আগের থেকে 2x ব্যাকাপ পাওয়া যাচ্ছে| AMD or Nvidia ব্যবহার করার চেয়ে।
সম্ভব হলে ল্যাপটপে বেশি memory লাগিয়ে নেওয়া উচিত |এতে করে কাজের পরিধি বাড়বে+ চার্জ কম খরচ হবে আগের থেকে |ফলে আগের কাজের থেকে অনেক দ্রুত প্রসেস হবে এবং এর ফলে ব্যাটারি কম লাগবে ওই একই কাজের জন্যে।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।