Smart Update24, by Swastika Paul
প্লাজমা জেট ইঞ্জিন |এমন এক জেট ইঞ্জিন , যা আপনার মহাকাশযানটিকে প্রচলিত ইঞ্জিন গুলো আপেক্ষা বেশী দ্রুত গতিতে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বাহিরে নিয়ে গেলো। আর এসব কিছুই ঘটছে কোনরূপ জীবাশ্ম জ্বালানি ছাড়াই এবং অতি অল্প খরচে। ঠিক এ কাজটিই করবে একটি প্লাজমা জেট ইঞ্জিন। যদিও এই ইঞ্জিনটির গবেষণা এখনো গবেষণাগারে সীমাবদ্ধ রয়েছে তবুও এর প্রধান লক্ষ্যই হচ্ছে স্যাটালাইট ও অন্যান্য মহাকাশযান পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা। আর এখন টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বার্লিনের গবেষকগণ চেষ্টা করছেন এই ইঞ্জিনকে গবেষণাগারের বাইরে নিয়ে আসার। প্লাজমা জেট ইঞ্জিনে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরীর জন্য জ্বালানীর পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে।
Technical University Of Berliner বারকান্ট গোকেলে এবং তাঁর দল এই প্লাজমা জেট ইঞ্জিনকে একটি বিমানে স্থাপন করতে যাচ্ছেন। তাঁরা বলেন, “আমরা এমন একটি পদ্ধতি গড়ে তুলতে চাই, যা একটি বিমানকে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উপরে চলতে সাহায্য করবে যেখানে প্রচলিত জেট ইঞ্জিন যেতে পারে না।” আর এটি যাত্রীদের বায়ুমন্ডলের শেষভাগে কিংবা তার বাইরেও নিয়ে যেতে সক্ষম। তবে এ ক্ষেত্রে চ্যালেঞ্জের বিষয়টি হচ্ছে, এমন একটি বায়ু-শোষক প্লাজমা পরিচালিত জেট ইঞ্জিন গড়ে তোলা যা এই বিশাল উচ্চতায় বায়ুর চাপ সহ্য করে উড়তে পারবে । প্লাজমা জেট ইঞ্জিনকে একটি ভ্যাকুয়াম অথবা কম চাপের বায়ুমন্ডলে কাজ করার মতো করে নকশা করা হয়েছে, যেখানে তাদের একটি গ্যাস সরবরাহক বহন করতে হবে। বায়ুর নিম্নচাপের মধ্যেও কাজ করতে পারে। এই জেট ইঞ্জিনটি সেকেন্ডে 2 কিলোমিটারের বেশী গতিতে পৌঁছাতে সক্ষম।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।