Govt Schemes

UGC To Universities: college-university exams online?

UGC To Universities: মে মাসের কলেজবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি অনলাইনেই? জানাল UGC,

স্কুলের পাশাপাশি এবার বিশ্ববিদ্যালয়গুলি কেও সতর্ক করল ইউজিসি (UGC)। বৃহস্পতিবারই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়কে( Universities) চিঠি পাঠিয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন(UGC)।

More: Bankura University has issued a new notification for admission in PhD

ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে দেশজুড়ে করোনা পরিস্থিতি (Corona in India)। আর তাই স্কুলের পাশাপাশি এবার বিশ্ববিদ্যালয়গুলি কেও সতর্ক করল ইউজিসি (UGC)। বৃহস্পতিবারই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। কার্যত চিঠি দিয়ে অফলাইনে যাতে কোনো পরীক্ষা না হয় এই পরিস্থিতিতে, সেই বিষয়ে লিখে জানানো হয়েছে । চিঠিতে বলা হয়েছে, মে মাসে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। সেই বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।

যদিও চিঠিতে বলা হয়েছে,

অফলাইন এর বদলে যদি অনলাইনে পরীক্ষা নিতে হয় তাহলে তা কীভাবে নিতে হবে, তার জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়গুলি। শুধু তাই নয় অনলাইনে পরীক্ষা নিতে গেলে যাতে ইন্টারনেট সংযোগ ঠিকঠাক থাকে বিশেষত প্রান্তিক অঞ্চলে ছাত্র-ছাত্রীদের জন্য, সেই বিষয়েও দেখতে বলা হয়েছে উপাচার্যদের।

আপাতত মে মাসের জন্য এই সিদ্ধান্তের কথা ইউজিসি জানালেও পরবর্তী সিদ্ধান্ত পর্যালোচনা করেই জানানো হবে বলে চিঠিতে জানিয়েছে ইউজিসি।অনলাইনে পরীক্ষা হলেও মে মাসে বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের খুব একটা পরীক্ষা নেই এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অন্তত তেমনটাই খবর। যদিও ইউজিসির চিঠি নিয়ে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button