HomeSocial NewsSRM University: Twins from SRMAP Rs 50 lakh package to work with...

SRM University: Twins from SRMAP Rs 50 lakh package to work with Google in Japan from West Bengal

SRM University: Google-Japan সংস্থায় 50 lakhs টাকা বেতনের চাকরি পেলেন বর্ধমান জেলার এই যমজ ইঞ্জিনিয়ার ভাই |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Twin Brothers From West Bengal Get Jobs With Identical Packages of Rs 50 Lakh at Google in Japan


SRM University: একই Institure থেকে Graduate হয়ে একই Company-তে সম-বেতনের চাকরি পেলেন Twins Engineer brother।

সপ্তর্ষি ও রাজর্ষি মজুমদার। এই দুই ভাই West Bengal-র Bardhaman District-র বাসিন্দা | কিন্তু ছোটবেলা থেকেই ঝাড়খণ্ডেই পড়াশোনা করেছে। বেড়ে ওঠা সেখানেই ।

Read More: CoWIN App Fascinated, India will give app software to 50 countries

পরে, অন্ধ্রপ্রদেশের SRM University থেকে Computer ScienceB.Tech Degree লাভ করেন দুজনই।

Group Cards
Google News View Now

we


Campus Placement-এ দুজনকেই নির্বাচিত করে PVP Inc., যা Google Japan-র একটি Partner Company|

এই Company দুই ভাইকে annually 50 lakhs টাকা Package প্রস্তাব দেয়। Decision নিতে দ্বিধা করেননি দুজনই।

Andhra Pradesh থেকে Graduate লাভ করা কোনও Student-র জন্য এটাই Highest Salary Job। এর আগে, ওই state থেকে পড়াশোনা করে Campus Placement এ এত টাকার Job কখনও পায়নি।

দুই ভাই জানান, বাবার Job-র Posting-র জন্য ছোটবেলা ঝাড়খণ্ডেই কেটেছে। ছোটবেলায় প্রথমে Bokaro Steel City ও পরে দেওঘরের স্কুলে পড়াশোনা করতে হয়েছে। Highschool আবার বোকারোতে।

Read More: Indian Army Recruitment Rally 2021: Recruitment of Indian Army in different parts

এরপর, Hydrabad-র SRM University তে Computer Science ভর্তি হন দুজনে। 22 Years-র ভাতৃদ্বয় জানান, তাঁদের বাবা হোটেলের General Manager। মা Housewife।

এই University-র প্রথম ব্যাচের Student দুজন। তাঁদের ব্যাচের Average annual package যেখানে 7 Lakhs টাকা | সেখানে এই Twins Brother একেবারে 50 Lakhs টাকার চাকরি নিয়ে সকলকে তাক লাগিয়েছেন।

Read More: Greenhouse Gases: 267 million people worldwide at risk from sea-level rise

তাঁদের এই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত University authorities ও। এই দুই Twins Achievement Brother কে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রত্যককে 2 Lakhs টাকা করে দিয়েছেন Vice-Chancellor।

সপ্তর্ষি-রাজর্ষি জানিয়েছেন তাঁদের এই সাফল্যের মূল শক্তি বাবা-মায়ের অনুপ্ররণাই ।

 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular