side effects of corona vaccine in india, টিকা নিয়ে দ্বিধা-ভয়?
Corona টিকা নিয়ে আপনার প্রশ্ন, আমাদের উত্তর:
কবে থেকে, কী ভাবে নিতে পারবেন করোনাভাইরাসের (Coronavirus) টিকা? এক্ষেত্রে কে বা কারা আগে টিকা (COVID-19 Vaccine) নিতে পারবেন? করোনার টিকা সংক্রান্ত একগুচ্ছ প্রশ্নের উত্তর-
টিকা নিয়ে দ্বিধা-ভয়? আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে Smart Update24। প্রশ্ন করুন হোয়াটসঅ্যাপে, 9635838675 এই নম্বরে। আর আমাদের উত্তরের জন্য অবশ্যই দেখুন Smart Update24 ডিজিটাল Website এ
-
কোভ্যাক্সিন, কোভিশিল্ডই কি দেওয়া হবে? নাকি নতুন টিকাও আসবে?
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ‘করোনার ১৮-১৯টি নতুন প্রতিষেধক ভারতে ছাড়পত্র পেতে চলেছে। টিকাগুলি মানবশরীরে প্রয়োগের বিভিন্ন পর্যায়ে রয়েছে। সেই গবেষণার ফলাফল পর্যালোচনা করে ছাড়পত্র দেবে বিশেষজ্ঞ কমিটি।’
-
ভ্যাকসিন নিলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে?
অন্যান্য টিকার মতোই ইঞ্জেকশন নেওয়ার জায়গাটি লাল হয়ে ফুলে যেতে পারে ব্যথা, চুলকানি-সহ। গা-হাত-পায়ে ব্যথা, সামান্য জ্বর আসা বা জ্বর-জ্বর ভাব, ক্লান্তি অথবা শীত, মাথা ধরা বিরল নয়।
-
পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে মনিটরিং কী ভাবে হবে?
টিকাকেন্দ্রে পর্যবেক্ষণে থাকাকালীন সমস্যা দেখা দিলে উপস্থিত চিকিৎসক ব্যবস্থা নেন। পরে সমস্যা দেখা দিলে ওই টিকাকেন্দ্রেই যোগাযোগ করতে হবে। সমস্যা তেমন গুরুতর না-হলে কোভিশিল্ড প্রাপকরা +৯১-১৮০০১২০০১২৪ টোল-ফ্রি নম্বরে ফোন কিংবা pharmacovigilance@seruminstitute.com-এ ইমেল করতে পারেন। কোভ্যাক্সিন প্রাপকদের এ ব্যাপারে রিপোর্ট করার জন্য একটি ডেইলি হেলথ ডায়েরি দেওয়া হয়। ভারত বায়োটেক অথবা আইসিএমআর-ও প্রাপকের সঙ্গে যোগাযোগ রাখেন।
-
আমার বয়স ৫৫ বছর। মাস আটেক আগে ম্যালেরিয়া হয়েছিল। টিকা নিতে কোনও অসুবিধা নেই তো? ক’টা ডোজ নিতে হবে? –
না, কোনও অসুবিধা নেই। সকলকেই টিকার দু’টি ডোজ নিতে হবে।
-
শিশু ও বয়স্কদের জন্য কোন টিকা কতটা নিরাপদ?
বয়স্কদের জন্য দু’টি টিকারই সুরক্ষা ও কার্যকারিতা বেশ ভদ্রস্থ। তবে শিশুদের ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে বলে ফলাফল অজানা। তাই আপাতত অনূর্ধ্ব ১৮-দের টিকা দেওয়া হচ্ছে না। আশা, কয়েক মাসের মধ্যেই ট্রায়ালের ফলাফল জানা যাবে।
-
হার্টের অসুখ থাকলে এবং অ্যাঞ্জিওপ্লাস্টি কিংবা বাইপাস সার্জারি হয়ে গেলেও কি করোনার টিকা নেওয়া যায়?
নিশ্চিন্তে নিতে পারেন। বস্তুত, আপনার অবশ্যই টিকা নেওয়া উচিত। বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টির পরে অ্যান্টিপ্লেটলেট ওষুধ চলে প্রায় সকলেরই। তাতেও টিকা নিতে সমস্যা নেই। ওষুধগুলো বন্ধ করারও প্রয়োজন নেই।
-
করোনা ভ্যাকসিনের কার্যকারিতা মানুষের শরীরে কত দিন টিকে থাকবে?
ভ্যাকসিনগুলি যেহেতু বয়সে নবীন, তাই এর কার্যকারিতা কত দিন, নিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি। কারণ, পর্যাপ্ত পর্যবেক্ষণের সময়টাই এখনও মেলেনি। তার জন্য দরকার দীর্ঘ সময় ধরে চতুর্থ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল যা এখনও কোভিশিল্ডের শুরু হয়নি। আর কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালই শেষ হয়নি। তবে সম্প্রতি অক্সফোর্ড ও অ্যাস্ট্রা-জেনেকার তৈরি চ্যাডক্স-১ ভ্যাকসিনের (এ দেশে যা কোভিশিল্ড) ট্রায়াল সম্পর্কিত যে গবেষণাপত্র বেরিয়েছে ল্যান্সেটে, তাতে আট মাস (গত এপ্রিল থেকে) দাবি করা হয়েছে। ৬ মাস যে ভ্যাকসিনের কার্যকারিতা থাকবেই, তা বলাই যায়।
-
কোন ব্র্যান্ডের ভ্যাকসিন পাবো আমরা?
এখন মাত্র দু’টি ভ্যাকসিন (কোভিশিল্ড ও কোভ্যাক্সিন) অনুমোদিত। এই দু’টির মধ্যে যে কোনও একটা মিলবে।