HomeInventionWater gold | অসম্ভবকে সম্ভব করে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার, জল পরিণত হবে...

Water gold | অসম্ভবকে সম্ভব করে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার, জল পরিণত হবে সোনাতে

জলকে সোনায় পরিণত করলেন রসায়নবিদরা! বিজ্ঞানকে হাতিয়ার করেই অসাধ্যসাধন

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

অসম্ভবকে সম্ভব করে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার, জল পরিণত হবে সোনাতে

Water gold : বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। একথা ঠিক হলেও বিজ্ঞানের যুগে সবই সম্ভব। অ্যালকেমি, পুরাণ এবং লোককাহিনীতে বেশ কিছু গল্প শোনা যায়, যেখানে বলা হয়ে থাকে বেশিরভাগ ধাতুকে সোনায় রূপান্তরিত করতে সক্ষম।

এরপরই হয়ত মনে হতে পারে ‘পরশপাথর’ নয়ত। না না এ কোনও পাথর নয়। প্রাগের গবেষকরা জলকেই কিছুক্ষণের জন্য সোনা বানিয়ে দিলেন (Water gold)। ইলেকট্রন যুক্ত ক্ষারীয় ধাতুর চারপাশের জলকে সোনা তৈরি করতে সক্ষম হলেন রসায়নবিদ ও গবেষকদের একটি দল। তবে তা কয়েক সেকেন্ডের জন্য।

রসায়ন বিজ্ঞানে এই কাজ করতে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। যদিও এক্ষেত্রে কোনটিরই প্রয়োজন হয়নি। চাপ প্রয়োগ করে কোনও অন্তরক ধাতুকে ধাতব পদার্থে তৈরি করা যায়। এর জন্য দরকার ৪৮ মেগাবারের চাপ (৪,৭৩,৭২,৩১৬ বায়ুমণ্ডলীয় চাপ)।

এই ধরনের উচ্চ চাপ শুধুমাত্র বৃহৎ গ্রহ বা নক্ষত্রে থাকে। নেপচুন বা ইউরেনাসে জলকে এমন ধাতব অবস্থায় নিয়ে যায়া সম্ভব হয়। যেখানে অণুগুলি শক্তভাবে অবস্থান করে। এর মধ্যে তৈরি হয় ইলেকট্রনের শক্তি।

Group Cards
Google News View Now

প্রাগের চেক অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষকরা কয়েক সেকেন্ডের জন্য অ-ধাতব পদার্থকে ধাতুতে রূপান্তরিত করতে সক্ষম হয়। নেচার জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাটি। অ্যামোনিয়া ব্যবহার করেও একই কাজ করেছিলেন ফিজিক্যাল কেমিস্ট পাভেল জংওয়ার্থ। গবেষকরা সোডিয়াম এবং পটাসিয়ামের মিশ্রণ ব্যবহার করেছেন এবারের পরীক্ষায়।


Scientists’ new discovery that makes the impossible possible, water will turn to gold

Water gold: Object matching in faith is far from argument. Although this is true, everything is possible in the age of science. Several stories are heard in alchemy, mythology and folklore, where it is said that most metals are capable of being converted to gold.

After that, it may seem like a ‘side stone’ or not. No, this is not a stone. Researchers in Prague made water gold for a while (Water gold). A team of chemists and researchers were able to make gold from the water around an alkaline metal with electrons. But that’s for a few seconds.

To do this in chemistry requires high pressure and high temperature. Although none of this was needed. An insulating metal can be made into a metallic material by applying pressure. This requires a pressure of 48 MW (4,63,62,317 atmospheric pressure).

Such high pressure exists only on large planets or stars. In Neptune or Uranus, it is possible to take water to such a metallic state. Where the molecules are firmly located. The energy of electrons is created in it.

Researchers at the Czech Academy of Sciences in Prague were able to convert non-metallic matter into metal in a matter of seconds. The study was published in the journal Nature. Physical chemist Pavel Jungwirth did the same thing using ammonia. The researchers used a mixture of sodium and potassium in this experiment.

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular