RITES Recruitment 2021: Engineer/Technical Auditor positions are available
Contents
RITES Recruitment Engineer 2021: Graduate Engineer Trainee (GETs) পদে recruit করতে চলেছে RITES। একটি Notification প্রকাশ করে জানিয়েছে RITES Authorities। আরও তথ্যের জন্য RITES-এর Official Website (https://www.rites.com/)-এ Click করতে হবে।
vacancies in RITES recruitment:
মোট 48টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে 25টি রয়েছে Graduate Engineer Trainee (Civil Engineering)পদ। 15টি Vacancy রয়েছে Graduate Engineer Trainee (Mechanical Engineering) পদে | ও 8টি Vacancyরয়েছে Graduate Engineer Trainee (Electrical Engineering) পদে।
RITES Recruitment Engineer 2021, Date of Application:
Application Process শুরু 30th July 2021 থেকে। Last date 25th August 2021 পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা RITES-এর Official Website (https://www.rites.com/) -এ গিয়ে Application করতে পারবে।
Educational Qualification:
1.GET (Civil) Post Application-র জন্য প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে Full-Time BE/B.Tech/B.Sc (Engineering) ডিগ্রি থাকতে হবে।
- Mechanical-এ Application-র জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে Full-Time BE/B.Tech/B.Sc (Engineering) ডিগ্রি থাকতে হবে। এছাড়াও Production engineering, industrial engineering or automobile engineering, Full-Time BE/B.Tech/B.Sc করা প্রার্থীরাও Application জানাতে পারে।
- Electrical -এ Application-র জন্য Electrical engineering or Electrical and Electronics Engineering, Full-Time BE/B.Tech/B.Sc (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রেও Full Time Course পাশ করা বাধ্যতামূলক।
Age Limit:
21-30 বছর বয়সী প্রার্থীরা এই Post-র জন্য আবেদন করতে পারেন।
Application Fee:
General category or OBC category-র প্রার্থীদের Application Fee বাবদ 600 টাকা করে দিতে হবে। EWS/ SC/ST/ PWD প্রার্থীদের দিতে হবে 300 টাকা করে।
Application Process:
1) http://www.rites.com-এ Click করতে হবে।
2) Carrier Section গিয়ে Name Register করতে হবে অর্থাৎ Registration করতে হবে।
3) Online Application Form টি Submit করার পূর্বে Application Form-র নম্বরটি লিখে রাখতে হবে।
4) সমস্ত Importance details দিতে হবে।
5) GATE Details Tab Click করে GATE 2020 বা GATE 2021-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
6) Next, Application Fee দিতে হবে এবং Submit করতে হবে।
7) ভবিষ্যতের জন্য Application Form-র একটি হার্ড কপি Print Out করে রাখতে হবে।