HomeMy Bloghow to reduce electricity bill at home in india

how to reduce electricity bill at home in india

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

How to reduce electric bill for ACei samay 2

Reduce Electric Bill Using AC: As the mercury and humidity rise, an AC can keep you comfortable. But is there a way to keep the electricity bills from shooting up, minimizing energy wastage, and keeping cozy during the hot summer days?

Yash is gone in west bengal. Before that, there was discomfort for several weeks due to heat and humidity. The weather will be like this for the next few months. So running AC at night is becoming a kind of compulsion. But if the AC runs all night, its effect can be seen in the electric bill. You can be shocked to see the big money bill! But how to control the electric bill by running AC all night? Find out.

Yes, and yes. Here are six tips you can follow for Reduce Electric Bill Using AC:ei samay 3

  • Set the right temperature –

Set the right temperature when running AC at night. The lower the temperature, the longer the compressor will run, resulting in higher power consumption. A very recent study found that running the AC consumes an additional 6 percent of electricity to reduce the temperature every degree. So, the higher the temperature you set, the lower the power consumption.

  • Keep the temperature at 24 ° C instead of 18 ° C –

During hot days, outside temperatures fluctuate between 34-38 C. So setting the temperature of AC to 24 ° C will give you a lot of comforts. Also, body temperature is between 36-37 C. Since every degree of temperature consumes 6 percent more electricity, change your habits now. Start the habit of sleeping at 24 C at night, without keeping the AC temperature at 18 ° C at night. You will realize in a few days, it is possible to sleep comfortably even at this temperature.

Group Cards
Google News View Now
  • Properly close the doors and windows of the house –

Close all the doors and windows of the house properly while running AC. Also, make sure that all your doors and windows are sealed properly. If not, seal every door and window in the house properly. Drag the screen if necessary.

  • Turn off electronic devices –

If you have a TV, fridge, or another electronic device in your room, it will emit heat. Turning off such devices before running the AC at night will result in less power consumption.

  • Turn off the AC if necessary –

Many people turn on the AC at night and start shivering in the morning. The house gets very cold in the morning due to AC running all night. For this reason, set the AC off time 1-2 hours before waking up using the AC timer. As a result, you can save a lot of electricity. At the same time, you don’t have to shiver in the cold in the morning!
On the other hand, if the AC runs in the house all day, you can keep the AC off for 1-2 hours at regular intervals.

  • Also, run the fan with AC –

not only cool the house by running AC but also run the ceiling fan. As a result, even if you run the AC at a much higher temperature, cold air will reach every corner of your room.

  • Regular service – Regular AC service.

This will increase the efficiency of your AC. That way you can keep the house cool by consuming much less electricity.


সারারাত AC চালিয়েও কম আসবে ইলেকট্রিক বিল! যদি মানেন এই 6 টোটকা

Reduce Electric Bill Using AC : ইয়াস চলে গিয়েছে। তার আগে গরম ও আর্দ্রতার কারণে কয়েক সপ্তাহ ধরেই অস্বস্তি ছিল। আগামী কয়েক মাস এমনই আবহাওয়া থাকবে। তাই রাতে শুতে গেলে AC চালানো এক প্রকার বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সারা রাত AC চললে তার প্রভাব দেখা যাবে ইলেকট্রিক বিলে। মোটা টাকার বিল দেখে হকচকিয়ে উঠতে পারেন আপনি! কিন্তু গোটা রাত AC চালিয়েও কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন ইলেকট্রিক বিল? জেনে নিন।

সঠিক তাপমাত্রা সেট করুন রাতে AC চালানোর সময় সঠিক তাপমাত্রা সেট করুন। তাপমাত্রা যত কমাবেন, কম্প্রেসর তত বেশি চলবে, ফলে তত বেশি বিদ্যুৎও খরচ হবে। খুব সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, AC চালানোর সময় প্রত্যেক ডিগ্রি তাপমাত্রা কমানোর জন্য 6 শতাংশ অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। তাই, আপনি যত বেশি তাপমাত্রা সেট করবেন, তত কম বিদ্যুৎ খরচ হবে।

18 °C- বদলে তাপমাত্রা 24 °C রাখুন গরমের সময় দিনের বেলায় বাইরে তাপমাত্রা 34-38 °C-এর মধ্যে ওঠা নামা করতে থাকে। তাই 24 °C-এ AC-র তাপমাত্রা সেট করলে অনেকটা আরাম পাবেন। এছাড়াও শরীরের তাপমাত্রা 36-37 °C-এর মধ্যে থাকে। যেহেতু প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য 6 শতাংশ বেশি বিদ্যুৎ খরচ হয়, তাই এবার নিজের অভ্যাস বদল করুন। রাতে 18 °C-এ AC-র তাপমাত্রা না রেখে, 24 °C-এ ঘুমানোর অভ্যাস শুরু করুন। কয়েক দিনের মধ্যেই বুঝতে পারবেন, এই তাপমাত্রাতেও আরামে ঘুমানো সম্ভব।

ঘরের দরজা, জানালা সঠিকভাবে বন্ধ করুন AC চালানোর সময় ঘরের প্রত্যেকটি দরজা ও জানলা সঠিকভাবে বন্ধ করুন। এছাড়াও আপনার সব দরজা ও জানলা সঠিকভাবে সিল হচ্ছে কী না, তা পরীক্ষা করুন। যদি তা না করা থাকে, তাহলে ঘরের প্রত্যেক দরজা জানালা সঠিকভাবে সিল করুন। প্রয়োজনে পর্দা টেনে দিন।

ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ রাখুন ঘরে টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস থাকলে তা থেকে তাপ নির্গত হয়। রাতে AC চালানোর আগে এই ধরনের ডিভাইস বন্ধ করে রাখলে কম বিদ্যুৎ খরচ হবে।

প্রয়োজনে AC বন্ধ করুন – অনেকেই রাতে AC চালিয়ে শুয়ে সকালে কাঁপতে থাকেন। গোটা রাত AC চলার কারণে সকালে ঘর অত্যাধিক ঠাণ্ডা হয়ে যায়। এই কারণে AC-র টাইমার ব্যবহার করে ঘুম থেকে ওঠার 1-2 ঘণ্টা আগে AC বন্ধের সময় সেট করে রাখুন। তার ফলে আপনি অনেকটা বিদ্যুৎ বাঁচাতে পারবেন। একই সঙ্গে সকালে ঠান্ডায় হু হু কাঁপতেও হবে না!

অন্যদিকে গোটা দিন ঘরে AC চললে, আপনি নির্দিষ্ট সময় অন্তর 1-2 ঘণ্টা করে AC বন্ধ রাখতে পারেন।

AC- সঙ্গে ফ্যানও চালান – শুধুমাত্র AC চালিয়ে ঘর ঠান্ডা না করে, সেই সঙ্গেই সিলিং ফ্যানও চালান। তার ফলে অনেক বেশি তাপমাত্রায় AC চালালেও আপনার ঘরের প্রত্যেক কোনায় ঠান্ডা হাওয়া পৌঁছে যাবে।

নিয়মিত সার্ভিস করান – AC-র নিয়মিত সার্ভিস করান। এর ফলে আপনার AC-র এফিসিয়েন্সি বেশি থাকবে। তাতে আপনি অনেক কম বিদ্যুৎ খরচ করে ঘর ঠান্ডা রাখতে পারবেন।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular