HomeWindowsOperating systems: What is the main difference between Windows 10 and Windows...

Operating systems: What is the main difference between Windows 10 and Windows 11?

Windows 10-এর সঙ্গে Windows 11-এর মূল পার্থক্য কী? আপডেট করার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয় |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Why Windows 11 is better than Windows 10? Here are some important things to know before updating


df 1


Operating systems: Windows 11 Update চলতি বছরের শেষে বিভিন্ন কম্পিউটারে পৌঁছতে শুরু করবে। ইতিমধ্যেই Minimum Hardware Specifications ঘোষণা করেছে Microsoft

যে সব গ্রাহক এখন Windows 10 ব্যবহার করেন, তারা বিনামূল্যে উইন্ডোজ 11 আপডেট করতে পারবেন। তার জন্য প্রয়োজন High speed stable internet connection। কয়েক মাসের মধ্যেই Update পাঠানো শুরু হবে বলে জানিয়েছে Microsoft।

Group Cards
Google News View Now

Operating systems; New Design:

Windows 11 ডিজাইন ও ইউজার ইন্টারফেস ঢেলে সাজানো হয়েছে। নতুন ডিজাইন macOS-এর সঙ্গে অনেকাংশেই মিলে যাচ্ছে। টাস্কবারে সব আইকন ও Start Menu স্ক্রিনের মাঝে চলে এসেছে। আগে এই অপশনগুলি বাঁ দিকে দেখা যেত। এছাড়াও, সব স্ক্রিনে রাউন্ডেড কর্নার দেখা যাবে। খুব সহজেই এতে ব্যবহার করা যাবে Microsoft Teams।

Read More: TCS: How TCS plan to bring in new workplace models after covid-19

Desktop Widget:

উইন্ডোজ 11-এর হাত ধরে ফিরে এল Desktop Widget। Windows Vista আপডেটে প্রথম Desktop Widget দেখা গিয়েছিল। আবার উইন্ডোজ 11-এ ফিরে এল এই feature।

Android app support:

নতুন উইন্ডোজ 11-এ Android App install করা যাবে। Microsoft Store থেকেই Directly Download করা যাবে Android App। Amazon Appstore-এর সাহায্য নিয়েছে Microsoft। অবশেষে হাজির হল এই Feature।

Read More: Best Credit Card for Students: Apply online Learn the easy way

Great transition, better desktop support:

 

উইন্ডোজ 11 -এ Virtual Dextop Set করা যাবে। ইতিমধ্যেই macOS-এ এই Feature রয়েছে। এছাড়াও, Game, work-সহ সব বিভাগের Different Snap তৈরি করে রাখা যাবে। Snap Group ও Snap layouts-এর মাধ্যমে এই কাজ হবে । Monitor connection disconnected করলে, সব App নিজে থেকেই টাস্কবারে Minimize হয়ে যাবে।

  How good is Windows 11?

2015 সালে Windows 10 লঞ্চ করছিল Microsoft। তার পরে আর কোনও Big Update আসেনি। প্রায় six Years পরে সামনে এল নতুন উইন্ডোজ | মানুষ অনেক বেশি Cloud Service-র উপরে Dependent হয়ে পড়েছেন। তাই, New design থেকেFeatures, সব দিকেই উইন্ডোজ 11 নিঃসন্দেহে উইন্ডোজ 10-এর থেকে অনেকটা এগিয়ে।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular