Smart Update24, By Syed Mosharaf Hossain
একটা প্রশ্ন হলো যে আলো কী চাপ সৃষ্টি করতে পারে?
মানে যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে, ধুরুন একটা টর্চ আপনি ধোরে আছেন সেটা ফাঁকা জায়গায় আলো জ্বালাচ্ছেন এবং আপনি দেখলেন যে আলোটা মোটমোটি ৫০ ফুট যাচ্ছে । এবার আপনি একটা দেয়াল এর সামনে এলেন এবং ওই একই টর্চ দেয়ালে ৫ ফুট দুরোবর্তী স্থান থেকে মারলেন। তাহলে ওই টর্চ এর আলো টা আপনার থেকে ৫ ফুট দূরে দেয়ালে ধাক্কা খাচ্ছে ।তাহলে বাকি যে ৪৫ ফুট আলো টা যেতে পারতো ওটা কি দেয়াল এ চাপ সৃষ্টি করবে?
উত্তর:- সরাসরি কোন চাপ তৈরী হবে না। কারণ আলোর ভৌত ধর্ম তখনই থাকে (ভরবেগ) যখন আলো গতিশীল থাকে। এখন দেয়ালে যখন আলো ফেললেন, তখন দেয়ালের রং অনুযায়ী তা রিফ্লেক্ট করে দিল আর বাকি এনার্জি তাপ শক্তিতে রূপান্তরিত হল। ফলে অন্য কোন শক্তিতে পরিবর্তন হবে না।
এবার ধরি আমি গায়ের জোরে আলো দিয়ে চাপ তৈরী করবই। তাহলে কি করতে হবে? তখন আলোকে এমন মাধ্যম দিয়ে পরিচালিত করতে হবে যেখানে প্রচন্ড ম্যাগনেটিক ফোর্স আছে। যেমন ব্ল্যাকহোল। তখন আলো সেই মাধ্যমে ফোর্স কিছুটা (প্রায় ভগ্নাংশ) চাপের তারতম্য ঘটাতে পারবে। কতটা পারবে তা আলোর রঙের ওপর নির্ভর করে। এটা এখনও পুরোটা বুঝে উঠতে পারিনি তাই পরিষ্কার ব্যাখা করতে পারছি না।
সহজ কথায় ধরে নিন ফ্রিকোয়েন্সি ব্যবহার ছাড়া আলো থেকে চাপ তৈরি করা যায় না।