New Income Tax Rules | শুভ নববর্ষের নতুন চমক আইকর থেকে | জানুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

New Income Tax Rules | Happy New Year from New Iker | Learn more |


ll 1


 1st April , 2021 নতুন অর্থবর্ষের প্রথম দিন। আর সেদিন থেকেই চালু হয়েছে বেশ কিছু নতুন নিয়ম আয়করের ক্ষেত্রে । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক নয়া নীতির ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় বাজেটে আয়করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Income Tax Return Process সহজতর করার চেষ্টাও করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।


  1. Provident Fund এ নতুন কর-ছাড় নীতি :

PF  বাবদ 5 লক্ষ টাকার অধিক কর প্রযোজ্য হবে যদি কর্মীর তরফে জমা  হয়। 5 লক্ষের উপর জমা রাখলে তার ওপর যে সুদটি জমবে, সেটার উপর কর চাপানো হবে।

Group Cards
Google News View Now

নতুন EPF নীতি কর্মীদের স্বার্থ মাথায় রেখেই করা। মাসে 2 লক্ষ টাকার কম আয় করা কোনও ব্যক্তির এই নীতিতে কোনও প্রভাব পড়বে না। প্রাথমিকভাবে এই সীমা 2.5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। পরে তা 5 লক্ষ টাকা করা হয়।


  1. বিলেটেড আয়কর রিটার্নের সময়সীমা কমানো হল : এতদিন 31st July-র মধ্যে Income Tax-র Return জমা না করলে সেই অর্থবর্ষের শেষ দিন পর্যন্ত বিলেটেড Income Tax Return জমা করার সময় মিলত।

2020-2021 অনুযায়ী অর্থবিল কমানো হয়েছে সেই সময়সীমা। এবার থেকে বিলেটেড Income Tax Return জমা করার শেষ দিন সেই বছরেরই 31st December |


3 . Senior Citizen দের জন্য সুবিধা : 75 বছর ও তাঁর উর্ধ্বে বয়সী যাঁরা আয়ের ক্ষেত্রে সম্পূর্ণ Pension ও Bank-র সুদের টাকায় নির্ভরশীল | তাঁদের Income Tax Return Submit করতে হবে না।


4 TDS : চলতি বছরের বাজেটে TDS ও TCS বৃদ্ধি করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ।

এছাড়াও বাজেটে Income Tax Act-এ Two New Section , 206AB ও 206CCA যোগ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন । এই নীতি অনুযায়ী যাঁরা Income Tax File করবেন না, তাঁদের অতিরিক্ত হারে TDS ও TCS কেটে নেওয়া হবে।


5. Pre – Fill করা Income Tax Return র Form : প্রত্যেক করদাতা Pre- Filled Income Tax Return -র Form পাবেন। তাই Income Tax-র Process সহজতর হবে।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here