South African Woman Claims She Gave Birth To 10 Babies At Once
New Born Baby: দশ বাচ্চাকে একইসঙ্গে জন্ম দিয়ে New World Record গড়লেন One Women। South Africa-র Pretoria Town-র বাসিন্দা 37 Years-র গোসাইম থামারা শিথোল জন্ম দিয়েছেন 7 Baby boy & 3 Baby girl। একইসঙ্গে 10 বাচ্চার জন্ম দিয়ে গতমাসেই তৈরি হওয়া একইসঙ্গে 9 baby কে জন্ম দেওয়ার Worldrecord ভেঙে দিয়েছেন তিনি। 2021 May মাসে মরক্কোর Hospital-এ মালির বাসিন্দা হালিমা সিসে একইসঙ্গে New Born 9 Baby -র জন্ম দিয়েছিলেন |
তবে গোসাইমের এই World record শুধু তাঁর ও Hole World-র কাছেই নয়, চমক Doctor দের কাছেও।
Ekurhuleni metropolitan municipality-র Thembasiya town-র বাসিন্দা গোসাইমের রয়েছে দুই যমজ সন্তান। তিনি এক Retail Store Maneger-র কাজ করেন। গোসাইমকে অন্তঃস্বত্ত্বা থাকাকালীন সময়ে বেশ সমস্যা পোহাতে হয়েছিল ।বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। টানা ভুগিয়েছিল পায়ের ব্যথাও। বুক ধড়পড়ানিও মাঝেমধ্যে বেগ দিয়েছিল। যেভাবে ক্রমাগত দীর্ঘসময় অসুস্থ ছিলেন গোসাইম তাতে আসতে চলা সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নও হয়ে পড়েছিলেন তিনি। এমনকি baby-র life নিয়ে গোসাইমের মনে গভীর আশঙ্কা একসময় দানা বেঁধেছিল ।
যদিও সৌভাগ্যবশত তাঁর সকল সন্তানই সুস্থ রয়েছে।