Download E-Aadhaar Without Mobile Number , How? Learn
Download E-Aadhaar Without Mobile Number: ফোন নম্বর ছাড়াই এবার ডাউনলোড করতে পারবেন আধার কার্ড। খুব সহজ পদ্ধতি রয়েছে। অর্থাৎ মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত না থাকলেও আপনি পেয়ে যাবেন তা। কী ভাবে, জেনে নিন।
Download E-Aadhaar Without Mobile Number: আজকাল সরকারি ও বেসরকারি প্রায় সব কাজে Aadhaar Card বাধ্যতামূলক। ভারতে এখন প্রায় সব অফিসিয়াল কাজেই প্রয়োজন হয় আধারের। আর এই আধারের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, আপনি যে কোনও জায়গায় নিজের আধার (E-Aadhaar) ডাউনলোড করতে পারবেন। মোবাইল নম্বরের সঙ্গে আধার যুক্ত না থাকলেও এই কাজ করা সম্ভব। কী ভাবে, তাই আজ জেনে নেওয়া যাক।
কয়েকটি সহজ ধাপে মোবাইল নম্বর ছাড়াই আপনি নিজের আধার Unique Identification Authority of India (UIDAI) ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।