HomeInventionKolkata scientist Ramendralal Mukherjee invented the Pocket Ventilator!

Kolkata scientist Ramendralal Mukherjee invented the Pocket Ventilator!

নাম শুনেই বোঝা যাচ্ছে অত্যন্ত ছোট এবং হালকা ওজনের এই যন্ত্রটি

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

পকেট ভেন্টিলেটর (Pocket Ventilator) আবিষ্কার করলেন কলকাতার বিজ্ঞানী রমেন্দ্রলাল মুখার্জি!Pocket Ventilator Dr. Ramendra Lal Mukherjee 324x160 1

করোনা কালে ভেন্টিলেটরের অভাবে মৃত্যু হয়েছে। আবার অনেকের পক্ষে টানা ভেন্টিলেশনের ব্যবস্থা করা সম্ভব নয়, কারণ এর খরচ অনেক। কলকাতার বিজ্ঞানী রমেন্দ্রলাল মুখার্জি উপায় বের করলেন। আবিষ্কার করলেন ‘পকেট ভেন্টিলেটর’ (Pocket Ventilator)।

নাম শুনেই বোঝা যাচ্ছে অত্যন্ত ছোট এবং হালকা ওজনের এই যন্ত্রটি। কিন্তু বিপদের সময়, শ্বাসকষ্টে দারুণ উপকার দেবে। পোর্টেবল এই ভেন্টিলেটর ব্যাটারিচালিত। রমেন্দ্রলাল পেশায় ইঞ্জিনিয়র, কিন্তু এটা ওটা আবিষ্কার করতে ভালবাসেন। বলা যায় শখের বিজ্ঞানী। তিনিই এমন এক বস্তু আবিষ্কার করলেন যা এর আগে কেউ ভাবেইনি।

MORE: পূর্ব বর্ধমানের গুসকরার এক ছেলে বানিয়ে ফেলল অটোমেটিক সোলার ওয়াটার পাম্প সিস্টেম (Automatic solar water pump system)।

তাঁর মাথায় এই আইডিয়া আসার কারণ, নিজেরই অক্সিজেন স্যাচুরেশন মাত্রা নেমে গিয়েছিল 88-তে। পরিবারের লোকজন বারবার হাসপাতালে ভর্তি হতে জোরাজুরি করেন। যদিও সে যাত্রা সুস্থ হয়ে যান। এরপরেই পকেট ভেন্টিলেটর বানানোর আইডিয়া মাথায় চাপে।

Group Cards
Google News View Now

প্ল্যান ছকে নেন রমেন্দ্রলাল, দরকারি সরঞ্জাম জোগাড় করেন এবং দিন কুড়ির মধ্যে প্রথম প্রোটোটাইপ তৈরি হয়ে যায়। যন্ত্রটির দুটি অংশ। একটি পাওয়ার ইউনিট এবং অন্যটি ভেন্টিলেশনের অংশ যার সঙ্গে জুড়ে আছে মাউথপিস।

MORE: International Journal এ স্বীকৃতি পেল এক বাঙালির আবিস্কৃত মহিলা সুরক্ষাকারী জুতা| পড়ুন বিস্তারিত |

সুইচ অন করার সঙ্গে সঙ্গে বাইরে বাতাস সংগ্রহ করে আল্ট্রাভায়োলেট চেম্বার দিয়ে যায় যা সমস্ত জীবাণু মেরে ফেলে। এরপর ভেতরের একটি মেশিনের সাহায্যে শুদ্ধ বাতাস প্রবেশের গতি বেড়ে যায়। রোগী নিঃশ্বাসের সঙ্গে যে কার্বন ডাই অক্সাইড ছাড়ে তাও ইউভি চেম্বারের মধ্যে দিয়ে যায়।

এমনকী কোভিড রোগীর ছাড়া নিঃশ্বাসে থাকা কোভিড ভাইরাসও মেরে ফেলে যন্ত্রটি। ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও একেবারে কমে যায়।  মাত্র 250 গ্রামের এই ভেন্টিলেটরে রয়েছে পুনরায় চার্জ দেওয়ার ব্যাটারি, যা স্মার্টফোনের ইউএসবি পোর্ট দিয়ে চার্জ করা যায়।


Corona died due to lack of ventilator. Again, it is not possible for many to arrange for continuous ventilation, because it costs a lot. Calcutta scientist Ramendralal Mukherjee found a way. Invented the ‘Pocket Ventilator’.

The name implies that this device is very small and lightweight. But in times of danger, shortness of breath will be of great benefit. Portable This ventilator is battery-powered. Ramendralal is an engineer by profession, but he loves to invent it. It can be called a hobby scientist. He invented an object that no one had ever imagined before.

The reason he came up with this idea was that his own oxygen saturation level dropped to 88. Family members repeatedly insisted on being hospitalized. Although he recovered from the journey. Then the idea of ​​making a pocket ventilator came to mind.

Ramendralal took the plan, procured the necessary equipment and in twenty days the first prototype was made. Two parts of the device. One is the power unit and the other is the ventilation part with the mouthpiece attached.

As soon as the switch is turned on, air collects outside and goes through the ultraviolet chamber which kills all the germs. Then with the help of a machine inside the speed of fresh air entry is increased. The carbon dioxide that the patient exhales also passes through the UV chamber.

The device even kills the covid virus that is inhaled without the covid patient. As a result, the risk of spreading the infection is greatly reduced. At just 250 grams, this ventilator has a rechargeable battery, which can be charged with the smartphone’s USB port.

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular