Will Facebook, Twitter, Insta be shut down in India from the 26th?
Facebook Twitter Instagram : 26th May, থেকে কি India-তে বন্ধ হবে Facebook, Twitter, Instagramর মতো Social Media ? সোশ্যাল মিডিয়ায় গত 25th February একগুচ্ছ নির্দেশিকা জারি করে কেন্দ্র।
Facebook Twitter Instagram : তিন মাসের সময়সীমার নির্দেশ দেওয়া হয়েছিল।
Social Media-র অপপ্রয়োগ রুখতে এই Guideline তৈরী করে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান যে, এই Guideline না মানলে Social Media সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ।
গত 25th February Social Media Content এ নির্দেশিকায় বলা হয়- OTT Platform-র জন্য Three-tier control system নিয়ে আসা হচ্ছে।
Social media and OTT platforms-র New Guideline নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং রবিশঙ্কর প্রসাদ ।
- এবার থেকে প্রত্যেক Platform-র জন্য অতি অবশ্যই Complaint redressal process থাকবে।
- প্রত্যেক Platform এ একজন Chief Officer থাকবেন এবং সেই Officer-কে India-র বাসিন্দা হতে হবে।
- Platform এ যোগাযোগের জন্য একজন প্রধানকে নিয়োগ করতে হবে। Law enforcers-দের সঙ্গে তিনি সমন্বয় রেখে চলবেন।
- প্রত্যেক মাসে প্রতিটা OTT Platform-কে একটি Submission of consent report করতে হবে। কতগুলি Complaint দায়ের হয়েছে এবং তার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে – এই সবই ধরতে হবে সেই Report এ।
Web series থেকে Chat Show , Data image থেকে Web News সবই আসবে এই নিয়মের আওতায়।
Offensive content-র Report মিললে নির্দেশ পাওয়ার 24 hours-র মধ্যে তা সরিয়ে দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।
Social Media-র ক্ষেত্রে বলা হয়েছে, কোনও Fake News Share হলে যে ব্যক্তি প্রথম Post করেছেন, তাঁর Name, Identity প্রকাশ করতে হবে।
সব Content-কে Age & Subject অনুযায়ী পাঁচ ভাগে ভাগ করতে হবে।
সেগুলি হল — ‘Universal (U)’,
‘U / A 7+’,
‘U / A 13+’,
‘U / A 16+’,
ও ‘প্রাপ্তবয়স্ক’।
শেষ তিন শ্রেণির জন্য Parental Lock রাখতে হবে ।
- সমস্ত Social media platform দুটি বিভাগে Mediator নিয়োগ করতে হবে |
- তাদের মধ্যে একজন Complaint Officer হিসেবে কাজ করবেন। মূলত, তার কাজ হবে অভিযোগ জমা হওয়ার ঠিক 15 Days-র মধ্যেই তার solution বের করা।
3. এই Grievance সেলের Officer-কে প্রয়োজন অনুযায়ী Police-র সঙ্গে যোগাযোগ রাখতে হবে। - কোনও Controversial post নিয়ে কোনও মহিলার দায়ের করা Compliant-র ভিত্তিতে 24 Hours-র মধ্যেই সেই Post তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে।