INTERNET খুব শীঘ্রই সস্তা হতে চলেছে | জেনে নিন কেন এবং কীভাবে !!

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24, by Swastika Paul


New Delhi: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। বাজেট প্রস্তুতকারী দল আপাতত পার্লামেন্টের নর্থ ব্লকের বেসমেন্টে 2020-2021 অর্থবর্ষের অর্থনৈতিক উন্নতির রূপরেখাটি স্থির করতে ব্যস্ত। তাঁদের কাজ শেষ হলেই 1st Feb পার্লামেন্টে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Seetharaman)। তিনি এর আগে এক বিবৃতিতে একরকম প্রতিশ্রুতিই দিয়েছিলেন যে আসন্ন বাজেট জনসাধারণের জন্য বেশ কিছু চমক নিয়ে আসতে চলেছে। সেই অর্থে এবারের বাজেট জনমনমোহিনী হওয়ার কথা। তার মাঝেই তথ্যসূত্রে উঠে এল খবর- চলতি বছরে সরকার ইন্টারনেট ইক্যুইপমেন্ট আর অ্যাকসেসরিজ, যেমন রাউটার, মোডেম, এগুলোর উপরে শুল্ক এবং কর দুই না কি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। শুধু তাই নয়, পাশাপাশি, ইন্টারনেট পরিষেবাও করে তোলা হচ্ছে আগের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী ! এর আগে বিশেষজ্ঞরা বলেছিলেন যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আসন্ন বাজেটে সরকার Work Form Home -এ বড়সড় কর ছাড়ের ঘোষণা করতে পারে। সেটা কত দূর সম্ভব হবে, তা এখনই জানার উপায় নেই, শুধু জল্পনা জারি রয়েছে। কিন্তু ইন্টারনেট পরিষেবার মূল্য সস্তা হয়ে যাওয়া এবং ইন্টারনেট ইক্যুইপমেন্ট আর অ্যাকসেসরিজের দাম কমে যাওয়ার যে প্রসঙ্গ আপাতত দেশে চাঞ্চল্য ফেলেছে, তা কার্যকর হলে ওয়ার্ক ফ্রম হোমে কর ছাড়ের বিষয়টিও বাস্তবে রূপায়িত হতে পারে। পরিসংখ্যান মোতাবেকে, India Big bazar  সব চেয়ে সস্তার ইন্টারনেট পরিষেবাকেন্দ্রে পরিণত হয়েছে অনেক দিন হয়ে গেল, এখানে প্রতি GB ডেটার মূল্য মাত্র ৩ টাকা !সেটা হলে সংস্থাগত দিক থেকে একটা সদর্থক বদল আসবে।এর পাশাপাশি রয়েছে ব্যক্তিবিশেষের উপকারের দিকটিও। Work From Home সংস্কৃতির সঙ্গে আমাদের এখনও অনেক দিন কাটবে। সেই দিকটার কথা মাথায় রেখে না কি ইন্টারনেট ইক্যুইপমেন্ট আর অ্যাকসেসরিজে শুল্ক আর কর দুই কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এর দাম কমবে | সাধারণ মানুষের পক্ষে বাড়ি বসে কাজ করার বিষয়টি অনেক সহজ হয়ে উঠবে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

Google News View Now
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here