HomeGovt Schemesকৃষ্ণগহ্বরের ও শ্বেত গহ্বরের নাম কি শুনেছেন? এটা কি?

কৃষ্ণগহ্বরের ও শ্বেত গহ্বরের নাম কি শুনেছেন? এটা কি?

হোয়াইট হোল এবং ব্ল্যাক হোলের মধ্যে পার্থক্য:

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

কৃষ্ণগহ্বরের (black hole) ও শ্বেত গহ্বরের (white hole) নাম কি শুনেছেন? এটা কি?

হোয়াইট হোল এবং ব্ল্যাক হোলের মধ্যে পার্থক্য:

কাগজে-কলমে শ্বেত গহ্বরের (white hole) অস্তিত্ব আছে আর এই ধারনা কৃষ্ণগহ্বরের (black hole) ধারনার ঠিক উল্টো। কৃষ্ণগহ্বর সবকিছু টেনে নেয়, আর শ্বেত গহবর সব কিছু উগড়ে দেয়। কৃষ্ণগহ্বরের ফাঁদ থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না, আর শ্বেত গহ্বর কিছুই ধরে রাখতে পারে না।

আপেক্ষিকতার গাণিতিক গণনার হিসেবে আমরা উভয় ধরনের গহ্বরই পেয়ে থাকি, কিন্তু কৃষ্ণগহ্বরের কথা শোনা যায় অথচ শ্বেত গহ্বরের কথা শোনা যায় না কেন? কারণ, শ্বেত গহ্বরের অস্তিত্ব সনাক্ত হয়নি তবে গাণিতিক ভাবে এদের উপস্থিতি সম্ভব।

আরেকটি বিষয় হলো, সময়কে আমরা শুধু অতীত থেকে ভবিষ্যৎমুখেই প্রবাহিত হতে দেখি। কিন্তু আপেক্ষিকতা অনুযায়ী ঋনাত্মক দিকেও সময় অতিবাহিত হতে কোনো সমস্যা থাকার কথা নয়। কাজে যদি কখনো কোনো শ্বেত গহ্বর তৈরি হয়েও যায়, তা হবে খুবই অস্থিতিশীল এবং মূহুর্তের মধ্যেই রূপান্তরিত হয়ে কৃষ্ণ গহ্বরে পরিণত হয়ে যাবে।

আরেকটি সমস্যা হলো এন্ট্রপি। নানাবিধ প্রক্রিয়ায় সার্বিকভাবে জগতের এনট্রপি বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু কনসেপ্ট অনুযায়ী শ্বেতগহবর এন্ট্রপি হ্রাস করবে। কাজেই যদি কোথাও শ্বেত গহ্বর তৈরি করতে হয়ে তাহলে তা হবে বাহ্যিক এন্ট্রপির পরিমান বিপুলভাবে বৃদ্ধি করে যাতে সার্বিকভাবে প্রক্রিয়াটিতে এন্ট্রপির পরিমান বৃদ্ধি হয়।

Google News View Now

যেহেতু, শ্বেত গহ্বরগুলো হচ্ছে বিপরীত-কৃষ্ণগহ্বর তাই এরাও একটি মহাকর্ষীয় সিঙ্গুলারিটি তৈরি করবে। এই সিঙ্গুলারিটি হচ্ছে স্থান-কালের একটি বিন্দু যেখানে মহকর্ষীয় ক্ষেত্র অসীমাকার ধারন করবে। তবে শ্বেত গহ্বরগুলোর ক্ষেত্রে কৃষ্ণগহ্ববরের মত কোনো ইভেন্ট হরাইজন থাকবে না।

সাধারণ আপেক্ষিকতার নীতিমালা অনুসারে মহাবিশ্ব ইভেন্ট হরাইজনযুক্ত এধরনের সিঙ্গুলারিটি ধারণ করতে পারে না, কেননা ইভেন্ট হরাইজনের প্রসঙ্গ টানা হয়েছিলো কৃষ্ণগহ্বরের সন্নিকটে স্থান-কালের ব্যাখ্যা দেওয়ার জন্য। তবে নতুন কিছু তত্ত্ব ইভেন্ট হরাইজন ছাড়াই শ্বেত গহ্বরের সিঙ্গুলারিটির অস্তিত্ব ব্যাখ্যা করছে।

জোতিঃপদার্থবিদগণ সবসময়ই ভেবেছেন কোনো বস্তু যখন কৃষ্ণগহবরের অভ্যন্তরে পতিত হয় তখন তাতে তথ্যের বিনাশ ঘটে কিনা? এই ভাবনা থেকে ২০১৪ সালে একটি নেচারে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী একটি সিমুলেশন চালানো হয় যাতে দেখা যায়, কৃষ্ণগহ্বরের জীবনের শেষ পর্যায় এটি একটি শ্বেত গহ্বরে পরিণত হচ্ছে এবং এটি যেই বস্তুগুলো এতদিন শোষনকরে নিয়েছিলো সেগুলো আবার বের করে দিচ্ছে।

ফ্রান্সেরএইক্স মার্সেই বিশ্ববিদ্যালয়ের কার্লো রোভেল্লি এবং হ্যাল হ্যাগার্ডের মডেল অনুযায়ী একটি কৃষ্ণগহ্বর গঠিত হওয়ার পরপরই লুপ কোয়ান্টাম গ্রাভিটি নামক প্রক্রিয়ায় কৃষ্ণগহ্বর শ্বেত গহ্বরে পরিণত হওয়ার কথা। এর অর্থ হলো, যখন একটি তারকা তার নিজের অভিকর্ষের কারণে ক্রমশঃ সংকুচিত হতে শুরু করে এটি একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই প্রক্রিয়াটি চালিয়ে যায়।

তারপর একসময় এটি আর সংকুচিত হতে পারে না এবং কোয়ান্টাম বাউন্স নামক একপ্রকার চাপ প্রযুক্ত হয়। এই পরিস্থিতিতে এটি একটি শ্বেত গহ্বরে পরিণত হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ঘটতে এক সেকেন্ডে সহ্স্রভাগ মাত্র সময় লাগতে পারে। তবে এই অবস্থায় যেহেতু এখানে আপেক্ষিকতা অনুযায়ী কাল দীর্ঘায়ণ ঘটবে কাজেই বাইরে থেকে দেখলে এই প্রক্রিয়াটি ঘটতে শতকোটি বছর লাগতে দেখা যাবে।

Read More: দৈত্যাকার ব্ল্যাক হোল ছুটছে ছায়াপথের কেন্দ্রে দেখা গেল এই প্রথম গবেষকরা দেখেছেন,

২০০৬ সালে হয়তোবা শ্বেত গহ্বর পর্যবেক্ষণ করার একটি ঘটনা ঘটেছিলো যখন বিজ্ঞানীরা হঠাৎ করে শূন্য হতে বিপুল পরিমান সাদা আলোর বিস্ফোরণ ঘটতে দেখেছিলেন এবং তা পুনরায় শূণ্যে মিলিয়ে গিয়েছিলো। তবে তদোবধি এধরনের আর একটি ঘটনাও তাঁরা পর্যবেক্ষণ করতে পারেন নি ফলে নতুন কোনো তথ্যও পাওয়া যায় নি এই বিষয়ে।

দশ বছর আগের সেই ঘটনাটির মতো আরেকটি ঘটনা পর্যবেক্ষণ না করা পর্যন্ত আমরা কেবল অপেক্ষাই করে যেতে পারি। কিন্তু এভাবে চিন্তু করে দেখুন, জ্ঞানের অগ্রগতির এক পর্যায়ে কৃষ্ণগহ্বরও কেবল একটি তাত্ত্বিক ধারনাই ছিলো, কাজেই আমরা যদি শ্বেত গহ্বরের বাস্তব অস্তিত্বের বিষয়ে আশাবাদী হই তাহলে তা হয়তো পাগলামী হবে না।


difference between the white hole and black hole: 

There is a white hole in paper and pen and this idea is just the opposite of the idea of ​​a black hole. The black hole pulls everything, and the white hole pulls everything out. Nothing can come out of the trap of the black hole, and nothing can hold the white hole.

We get both types of cavities as mathematical calculations of relativity, but why can’t we hear about black holes while we can’t hear about white holes? Because, the existence of white cavities has not been detected, but their presence is mathematically possible.

Another thing is that we see time flowing only from the past to the future. But in terms of relativity, there should be no problem in passing the time on the negative side as well. If a white cavity ever forms at work, it will be very unstable and will transform into a black cavity in an instant.

Another problem is entropy. The entropy of the world as a whole is supposed to increase in various processes, but according to the concept, the white space entropy will decrease. So if a white hole has to be created somewhere, it will greatly increase the amount of external entropy so that the amount of entropy in the overall process increases.

Since white cavities are opposite-black cavities, they will also form a gravitational singularity. This singularity is a point in space-time where the gravitational field will hold infinity. However, in the case of white holes, there will be no event horizon like black holes.

According to the principle of general relativity, the universe cannot contain such a singularity with an event horizon, because the context of the event horizon was drawn to explain the space-time near the black hole. However, some new theories explain the existence of the singularity of the white hole without event horizon.

Astronomers have always wondered if the destruction of information occurs when an object falls into a black hole. According to a 2014 study published in Nature, a simulation was run from this idea to show that the last phase of the life of a black hole is turning into a white hole and re-exposing the objects that it has been exploiting for so long.

According to the model of Carlo Rovelli and Hal Haggard of the University of Marseille in France, a black hole is supposed to become a white hole in a process called loop quantum gravity. This means that when a star starts to shrink gradually due to its own gravity, it continues this process to a certain extent.

Then at some point, it can no longer be compressed and a kind of pressure called quantum bounce is applied. In this situation, it turns into a white cavity. This whole process can only take a thousandth of a second to happen. However, in this case, since the relativity will be prolonged in time, so from the outside, this process will take hundreds of millions of years.

There may have been a case of observing a white hole in 2006 when scientists suddenly saw a massive burst of white light from zero and it merged back into zero. However, they have not been able to observe any such incident since then, so no new information has been found in this regard.

We can only wait until we observe another event like the one ten years ago. But think of it this way, at one stage of the advancement of knowledge, the black hole was just a theoretical idea, so if we are optimistic about the real existence of the white hole, it may not be madness.

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular