Mask পড়তে ভুলে যান ? Cloud-Based-AI আপনাকে মনে করিয়ে দেবে|

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Forgot to read Mask? Cloud-Based-AI will remind you


mask 1


মাস্ক পরতে বারবার ভুলে যাচ্ছেন | অথবা ঠিকভাবে পড়েছেন কি না Confirm নন |এবং হঠাৎই ভিড়ের মধ্যে গিয়ে পড়েছেন !


আর চিন্তা করতে হবে না | আপনি ভুলোমনের হলেও যন্ত্র আছে যা আপনাকে  রক্ষা করবে।“ঠিক ভাবে Mask পরো, ভিড় এড়িয়ে চলো” সে বারবার আপনাকে এই কথা মনে করিয়ে দেবে |


cloud-based Artificial Intelligence-এর Technology Use করে এমন একটি Device  আনছে Salt lake Technology University “MAKAUT” | MAKAUT-র IT Cell-র তরফে বিষয়টির গবেষণার প্রধান Preetimoy Sannal |

Group Cards
Google News View Now

তিনি জানান, আগামী May-র প্রথমেই এটির উদ্বোধন করা হবে। Primarily School-Collage –Office-Court –Hospital etc. Public Place-এ এটি Use করা শুরু হবে। 


এটা নিয়ে ভাবনাচিন্তা করা শুরু হয় প্রায় দুই মাস আগে। Covid-19 এর সময়দেখা গিয়েছে, মানুষ যথাযথ ভাবে Mask পরছেন না। যা তাঁর নিজের এবং পাশের মানুষগুলির জন্য়েও ক্ষতিকর | এরকম একটি Technology-র কথা ভাবা শুরু তখন থেকেই । এই cloud-based AI software তারই ফল । 


এই Technology আপনি Use করতে চাইলে আপনাকে এর ‘Registration’ করিয়ে নিতে হবে সংশ্লিষ্ট সংস্থা থেকে । একটি URL link Use করতে হবে। সেটা Install  করে নিতে হবে আপনার Mobile, DEXTOP or Laptop এ |


কীভাবে কাজ করবে এটি?


Office-র Reception এ একটি Laptop রাখা হল। এবার এতে ওই Technology-র Link করে দেওয়া হল। এখন ওই Reception এ যখনই বাইরে থেকে কেউ Complete Mask  না পরে এসে দাঁড়াবেন | Immediately তাঁর Image Capture হবে এবং যিনি এর Registration করিয়েছেন তাঁর কাছে Alert Notification চলে যাবে।


মানুষ Mask পরা আর প্রয়োজন বলে মনে করছেন না। ফলে 2য় দফায় প্রতিদিনই ভাঙছে Record দৈনিক সংক্রমণ ।


Calcutta High Court-র স্পষ্ট নির্দেশ, ভিড় রুখতে The district magistrate and the commission কে দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে 144 ধারা জারি হতে পারে।


এখনই রাজ্যে Lockdown জারির কোনও সম্ভাবনা নেই। Micro-Containment Zone করা হতে পারে কলকাতায়  ।


অথন্ত জরুরি ঠিকঠাক মাস্ক পরা। Stay Home | Stay Safe | Use Mask |

 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here