Social News

ভালো কাজের বদলে মিলবে খাবার | নাম “ভালো কাজের হোটেল” |পড়ুন বিস্তারিত |

Smart Update24, by Swastika Paul


কাজের বিনিময়ে টাকা পাওয়া যায় এটাই তো শোনা যায় বাস্তবে। কিন্তু ভালো কাজের বদলে খাবার পাওয়া, অর্থাৎ যদি কেউ ভালো কাজ করে তার বিনিময়ে পাওয়া যাবে খাবার! শুনতে ব্যাপারটা অবাক লাগলেও কথাটা সত্যি। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এমনই একটি ঘটনা ঘটেছে। ২০০৯ সালে কিছু ঘটনা ভাবিয়েছিল একদল তরুণকে। সেখান থেকেই তারা ভাবনা শুরু করেন মানুষের পাশে দাঁড়াতে হবে, সেই ভাবনা থেকেই তাদের পথ চলা শুরু হয়।


২০১৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকার কামালপুর অঞ্চলের ঠিক মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে এমন একটি উদ্যোগ শুরু হয়। এই উদ্যোগটির নাম দেয়া হয়েছে ‘ভালো কাজের হোটেল’। উদ্যোক্তা ‘ইউথ ফর বাংলাদেশ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন, যাদের লক্ষ্য মানুষকে ভালো কাজ করার জন্য উৎসাহ দান। অসহায়, হতদরিদ্র মানুষ‌ও যে ভালো কাজ করতে পারে সেই বিশ্বাস তাদের মধ্যে তৈরি করে চলেছেন তাঁরা। এভাবেই ভালো কাজ করার ইচ্ছের বীজ মানুষগুলোর মধ্যে বপন করে দেওয়া হচ্ছে রোজ।


এক আলাপচারিতায় এই স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আরিফুর রহমান জানিয়েছেন, “মানুষকে যদি ভালো কাজ করার দিকে উদ্বুদ্ধ করা যায় এবং প্রত্যেকেই যদি ভালো কাজ করার আদর্শবোধকে মনের মধ্যে বয়ে নিয়ে এগিয়ে চলে, তবে আগামী দিনে এই পৃথিবীটাই অন্যরকম হয়ে যাবে।”


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button