HomeGovt SchemesFermi paradox | what is Fermi paradox ? what is The...

Fermi paradox | what is Fermi paradox ? what is The Zoo Hypothesis?

what is the Fermi paradox?

Fermi paradox: আমাদের পৃথিবী প্রায় ৪.৫ বিলিয়ন বছর পুরোনো এবং অনুমান করা হয় এখানে শুরুর ১ বিলিয়ন বছরের মধ্যেই জীবনের উৎপত্তি হয়ে গেছিলো, বিপরীতে আমাদের এই মহাবিশ্ব প্রায় ১৩.৮ বিলিয়ন বছর পুরোনো এবং ৯৩ বিলিয়ন আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে আছে যার মধ্যে লক্ষ কোটি গ্যালাক্সি, তারা, গ্রহ-উপগ্রহ রয়েছে, সেখানে নিশ্চয়ই আরো বহুসংখ্যক বুদ্ধিমান প্রাণের বিকাশ ঘটে থাকবে, তাহলে তাঁরা সবাই কোথায়? আমরা কেনো তাঁদের খুঁজে পাচ্ছিনা, এই দ্বন্দ্বকে ফার্মি প্যারাডক্স বলে।

what is The Zoo Hypothesis ?

পরবর্তীতে অনেক বিজ্ঞানী এই ফার্মি প্যারাডক্সের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন, এরমধ্যে অন্যতম দ্যা জু হাইপোথিসিস। দ্যা জু হাইপোথিসিস: এই হাইপোথিসিস ১৯৭৩ সালে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনলোজির রেডিও অ্যাস্ট্রোনমার জন বল দিয়েছিলেন, জেনে নেয়ে যাক এই হাইপোথিসিস সম্পর্কে।

Zoo Hypothesis,

আচ্ছা আমরা চিড়িয়াখানায় জীবজন্তু কেনো রাখি এবং ওখানে তাঁদের সাথে কি কি করে থাকি? চিড়িয়াখানায় আমরা পশুদের খাঁচার মধ্যে এমনভাবে রাখি যেনো তাঁরা আমাদের কাছাকাছি পৌঁছাতে না পারে এবং আমরা দূর থেকেই তাঁদের অবজারভ্ করতে পারি, খাঁচার মধ্যে তাদের এমন একটা পরিবেশ দেয়া হয় যাতে তাঁরা একটি নির্দিষ্ট এড়িয়ার মধ্যে নিজেদের ন্যাচারাল লাইফ লিড করতে পারে।
সিম্পলি বলতে গেলে, আমরা তাঁদের অবজারভ্ করি, তাঁদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে কিছুটা সাহায্য করি কিন্তু তাঁদের লিমিটেড এরিয়ার মধ্যে গিয়ে হস্তক্ষেপ করিনা এবং তাঁদের সাথে ডিরেক্ট কোনো ইন্টারেকশনের চেষ্টাও করিনা।
জন বলের মতে আমাদের আর এলিয়েনদের সম্পর্ক অনেকটা এরকমই, যেখানে আমরা মনুষ্যজাতি পশুর মতো পৃথিবী নামক এই চিড়িয়াখানায় বন্দী হয়ে আছি আর এলিয়েনরা হচ্ছে আমাদের অবজারভেশনে।
জু হাইপোথিসিসের মতে আমরা এই মহাবিশ্বে একমাত্র বুদ্ধিমান প্রজাতি নই, এখানে আরো অসংখ্য হায়ার-ইন্টিলিজেন্স প্রজাতির অস্তিত্ব রয়েছে যারা আমাদের থেকে অনেকবেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, আমরা তাঁদের সাথে সাক্ষাতের হাজার চেষ্টার পরেও তাদের খুঁজে পাচ্ছি না কারণ তাঁরা চায় না আমরা তাঁদের সাথে সাক্ষাৎ করি।
এর কারণ হয়তো তাঁরা আমাদের ন্যাচারালি ইভল্বল হতে দিতে চায় এবং আমাদের সামাজিক-সাংস্কৃতিক বিবর্তনের ওপর কোনো প্রকার বাহ্যিক প্রভাব বিস্তার করতে চায় না। সেই অ্যাডভান্সড এলিয়েন সিভিলাইজেশ্যন দূরের কোনো গ্রহ থেকে আমাদের অবজারভ্ করছে এবং এই পৃথিবী তাঁদের জন্য শুধুমাত্র একটি সুবিশাল ল্যাবরেটরি যেখানে আমাদের বিভিন্নরকম পরীক্ষানিরীক্ষার জন্য রাখা হয়েছে, তাঁরা আমাদের ওপর অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখে চলেছেন এবং পৃথিবীর বিভিন্ন বড় বড় ঘটনাও তাঁরাই নিয়ন্ত্রণ করে, তাঁরা সার্বক্ষণিক আমাদের বিভিন্নরকম পরীক্ষার মধ্যে ফেলে বিভিন্ন সেক্টরে আমাদের নিয়মিতভাবে উন্নত হওয়ার প্রশিক্ষণ দিতে থাকে,

তাহলে আমরা কবে তাঁদের সাক্ষাৎ পাবো?

জু হাইপোথিসিস অনুযায়ী এলিয়েনরা আমাদের টেকনোলজিক্যালি ফুললি অ্যাডভান্সড হওয়ার জন্য অপেক্ষা করছে অথবা আমরা টেকনোলজিক্যালি সেই পর্যায়ে পৌঁছাবো যখন নিজেরাই তাঁদের পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবো। মানে, তাঁরা আমাদের সাথে সাক্ষাৎ করবে না, আমাদেরকেই এতোটা অ্যাডভান্সড হিসেবে গড়ে তুলবে যেনো আমরাই তাঁদের কাছে পৌঁছাতে পারি।
আপনাদের কি মনে হয়, আমরা কি সত্যিই এলিয়েনদের চিড়িয়াখানায় বন্দী এক্সপেরিমেন্টাল প্রজাতি?
মজার হাইপোথিসিস, নিশ্চয়ই বিজ্ঞান একদিন এর সদুত্তর খুঁজে পাবে।


what is the Fermi paradox?

Fermi paradox: Our Earth is about 4.5 billion years old and it is estimated that life originated here within 1 billion years of its origin. , They have planets and satellites, there must have been a lot more intelligent life, so where are they all? Why can’t we find them, this conflict is called the Fermi paradox.

what is The Zoo Hypothesis?

Many scientists have since tried to explain this Fermi paradox, including The Zoo Hypothesis. The Zoo Hypothesis: This hypothesis was given in 1973 by John Ball, a radio astronomer at the Massachusetts Institute of Technology. Let’s find out about this hypothesis.

Zoo Hypothesis,

Well, why do we keep animals at the zoo and what do we do with them there? At the zoo, we keep the animals in cages so that they cannot get close to us and we can observe them from a distance, in the cages they are given an environment so that they can lead their natural life in a certain area.

Simply put, we observe them, help them a little to ensure their normal life but do not interfere in their limited area and do not try to have any direct interaction with them.

According to John Ball, the relationship between us and the aliens is very much like this, where we are trapped in this zoo called Earth-like human beings and the aliens are under our observation.

According to the Xu Hypothesis, we are not the only intelligent species in the universe, there are countless more higher-intelligence species that are much more technologically advanced than us, we cannot find them even after thousands of attempts to meet them because they do not want us to meet them.

This may be because they want to allow us to be naturally evolving and not to exert any kind of external influence on our socio-cultural evolution. That advanced alien civilization is observing us from a distant planet and this world is just a vast laboratory for them where we are kept for various experiments, they are keeping a very watchful eye on us and they are also controlling the big events of the earth, they are different from us all the time. We are regularly trained to improve in various sectors by putting them to the test,
So when will we meet them?

According to the Zoo Hypothesis, aliens are waiting for us to be technologically fully advanced or we will be technologically advanced when we will be able to reach them on our own. That is, they will not meet with us, they will make us so advanced that we can reach them.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular