FAIL মানেই সবকিছু শেষ নয় | আবারও প্রমাণ করলেন IAS অনুদ্বিপ | জানুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

FAIL does not mean the end of everything IAS Anudeep proved again Learn more


Backbencher doesn’t mean it’s all over, IAS can be


anudip 1


আসুন জেনে নিই অনুদ্বিপ IAS-এর সংগ্রামের কাহিনী | প্রতিযোগিতা যেখানে IAS , সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে | তা আর নতুন কিছু নয় ! নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা | তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। ঠিক তেমনি আজ অনুদ্বিপ এর কথা জানবো |


তেলাঙ্গানা-র ছোট্ট জায়গা মেটপল্লি থেকে উঠে আসা অনুদ্বিপ ।Graduation রাজস্থান থেকে। Graduation চলাকালীন IAS হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন অনুদ্বিপ |2012 সালে প্রথমবার বসেন Exam -এ। Interview Round পর্যন্ত পৌঁছালেও শেষরক্ষা হয়নি।


পরেরবার আবার পরীক্ষায় পাশ করেন । তবে Rank কম থাকায় IRS – এ নির্বাচিত হন। Customs & Central Excise Officer হিসেবে যোগ দেন। 2 বছর চাকরি করেন। কিন্তু প্রস্তুতিতে ছেদ পড়েনি কারন  লক্ষ্য IAS।

Group Cards
Google News View Now

কিন্তু চাকরি ছেড়ে দেননি তিনি কাজ করতে করতেই পড়েছেন। প্রস্তুতি নিয়েছেন। বারবার পরীক্ষায় বসেও কৃতকার্য না হওয়ায় হাল ছাড়়েননি তিনি । 2018-য় পঞ্চমবারের চেষ্টায় শুধুমাত্র সফলই নয় একেবারে শীর্ষস্থান দখল করেন। লড়াইয়ে যারা পাশে ছিলেন যাঁদের, কৃতজ্ঞতা জানিয়েছিলেন। IAS হিসেবে তাঁর TOP Priority নারীসুরক্ষা নিশ্চিত করা জানিয়েছিলেন অণুদীপ।


সেবার  9,57,590 জন Preliminary-র জন্য আবেদন করেছিলেন। পরীক্ষায় বসেছিলেন 4,56,625 জন।  তাঁদের মধ্যে Main Exam-র জন্য Qualify করেন 13,366 জন। পাশ করেন 2,568 জন। চূড়ান্ত তালিকায় নাম ওঠে 990 জনের। 750 জন Man এবং 240 জন Women ।  IAS, IFS, IPS- এই 3 Category -তে পোস্টিং দেওয়া হয় তাঁদের। 


অণুদীপ  বলেন , চাকরি করতে করতে Exam-র প্রস্তুতি কঠিন কিন্তু অসম্ভব নয়। চাইলে সম্ভব করা যায় ।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here