ESIC announces decision | Corona affected workers will get 91 days leave along with 70% salary |

ESIC relaxes norms by providing economic relief along with treatment 



Employees State Insurance Corporation (ESIC) একাধিক সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছে। Covid-19 আক্রান্ত হলে ESIC-এর আওতাধীন Hospital গুলোতে নিজের এবং Family-র বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন ESIC-রা। Covid-19 সংক্রমণের কারণে কাজে না যেতে পারলে 3 Month-র জন্য আংশিক বেতন পাবেন | অন্য কোনও কারণে চাকরি ছেড়ে গেলে বেকার ভাতা পাবেন কর্মীরা, জানিয়েছে ESIC |


ESIC-র কোনও Employees বা তাদের Family-র সদস্যরা Covid-19 এ সংক্রমিত হলে তারা ESIC-র Covid-19 এ Free চিকিৎসা পাবেন।


বর্তমানে 21 টি ESIC Hospital Covid-19  চিকিৎসা করছে |  যেখানে 3676 Covid-19 Bed  পাওয়া যাচ্ছে। 229 ICU Bed এবং 163 Ventilator bed-র ব্যবস্থা রয়েছে।


যদি ESIC-এর কর্মচারী মারা যায় তবে তার Family কে সৎকারের জন্যে 15000  দেওয়া হবে।পাশাপাশি, ESIC-র Employee-রা Covid-19-র কারণে কাজে আসতে না পারলে, সেই সময়ের জন্য বেতন পাবে।এই সময়ে, Employee কে এক দিনের জন্য 70 %বেতন দেওয়া হবে।


Insurance Welfare Project-র আওতায় 90 Days-র জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।ওই ব্যক্তির দৈনিক বেতনের 50% হারে সহায়তা পাবে।এক্ষেত্রে Employee দের ESIC এর Portal Open করতে হবে |এবং তাদের দাবি জমা দিতে হবে। তবেই এই সুবিধা পাবেন কর্মীরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here