Mayurakshi Fast Passenger – 53045 Route, Schedule, Status & TimeTable
Eastern Railway news: ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ফের চালু হল । দেশে Covid-19-র কারণে বন্ধ ছিল এই Train চলাচল। তারপর এই ট্রেন গত 21st February চালু হয়েছিল। তবে Covid 2nd Wave-র দাপটে আবার বন্ধ হয়ে গিয়েছিল। আজ থেকে ফের একবার Rampurhat থেকে চলাচল শুরু করল ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার । জানা গিয়েছে, নির্ধারিত সময়ে ট্রেনটি যাতায়াত করবে।
উল্লেখ্য, Covid 2nd Wave-র কারণে অনির্দিষ্টকালের জন্য যে সমস্ত ট্রেন বাতিল করেছিল Eastern Railway, ফের চালু করা হয়েছে সেই ট্রেনগুলি । ইতিমধ্যেই যাতায়াত শুরু করেছে Surrey Howrah Express Special and Visva-Bharati Fast Passenger। ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জারও এবার চালু করা হল ।
ময়ূরাক্ষী ট্রেনটি 03045 Howrah Rampurhat Special নামে সোমবার Howrah থেকে রামপুরহাটের দিকে রওনা দিয়েছিল। মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে 03048 Rampurhat Howrah Special ট্রেনটি Rampurhat to Howrah-র উদ্দেশ্যে রওনা দেয়। এবার থেকে Regular চলবে এই ট্রেন।
Eastern Railway news; Schedule:
সকাল 5:30 মিনিটে Rampurhat থেকে ছাড়বে 03046 Rampurhat Howrah Special। Mallarpur, Gadadharpur, Sainthia হয়ে সকাল 6:21 মিনিটে সিউড়ি পৌঁছাবে। সিউড়ি থেকে সকাল 6:22 মিনিটে ছেড়ে Howrah পৌঁছাবে সকাল 11টা 35 মিনিটে।
অন্যদিকে, 03046 Howrah Rampurhat Special ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে বৈকাল 4টে 25 মিনিটে। সিউড়ি পৌঁছাবে রাত্রি 9:02 মিনিটে। এরপর রাত্রি 9:03 মিনিটে সিউড়ি থেকে ছেড়ে রামপুরহাট পৌঁছাবে 10:15 মিনিটে।