আপনার ও কি একই প্রশ্ন ? আপনার মোবাইল এর ফটো/ভিডিও ডিলিট করার পর কোথায় যাই ?? জানুন বিস্তারিত |

0
192
WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24 , by Swastika Paul


এখনকার দিনে আমরা সবাই স্মার্ট ফোন ব্যবহার করি | প্রায় প্রত্যেকেই  ‘DELETE’ শব্দটির সাথে আমরা পরিচিত |এবং যথারীতি আমরা অতিরিক্ত জিনিস Delete করে দেওয়াটাই বেশি পছন্দ করি | আজ অব্দি যত ডেটা রাইট করা হয়েছে , তার কোনো ডেটাই ডিলিট হয়নি যতক্ষন না সেটিকে পুড়িয়ে ফেলা হচ্ছে |  Dynamic Library Link (DLL) এর জন্য অনেক সময় Windows এর কাজ করতে অনেক সম্যসা হয় যার কারণে কোনো ফাংশন চলতে চলতে আটকে যাই |মেমোরিতে ডেটা ০ & ১ এর কম্বিনেশন আকারে সাজানো থাকে | আপনি যখনই কোনো ডেটা আপনার মোবাইল এ রাখবেন তখন এই DLL আপনার ডাটা র address বহন করবে | ফলে আপনি যখন সেই ডাটা ডিলিট করবেন তখন এই address ডিলিট হবে কিন্তু সেটা ডিলিট হবে না | যখন ডাটা ডিলিট করা হয় তখন পয়েন্টার Computer -কে জানায় যে এই জায়গা খালি, নতুন ডাটা এখানে রাইট করা যাবে। যদি delete করা ফাইলের address এ নতুন ডাটা ১বার রাইট করা হয় তবে আগের ডাটাতে একটু Corrupt দেখা যায় | Special Data recovery tools এই খালি address গুলো খুঁজে বের করে আগের বাইনারী কম্বিনেশনের information খুঁজে data backup করে থাকে | আবার আপনি যদি আপনার ফোন অতিরিক্ত ফরমেট করেন তাহলে সেটি ব্যাড সেক্টর এ চলে যেতে পারে এবং তা আর কখনই পরে ডিলিট করা সম্ভব নয় | কিন্তু উপায় যতদিন না আপনি আপনার হার্ড ডিস্ক পুড়িয়ে ফেলছেন ততদিন আপনার ডাটা ডিলিট করা সম্ভব নয় | অর্থাৎ আপনাকে আপনার হার্ড ডিস্ক তীর থার্মাল ডেথ করতে হবে |

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । 

Google News View Now
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here