আপনি কি মহাকাশে ভ্রমণ করতে চান ?? বিজ্ঞানীরা তৈরি করলো মহাকাশে হোটেল , পড়ুন বিস্তারিত

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24, Syed Mosharaf Hossain


আপনি কি মহাকাশে ভ্রমণ করতে চান ?? বিজ্ঞানীরা তৈরি করলো মহাকাশে হোটেলaurora stationfirst luxury space hotel by 2021

আমরা নিজেদের ছুটিকে আরো ভালোভাবে উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই। ভ্রমণ করলে আমাদের মানসিক অনেক বিকাশ ঘটে। আমাদের ভ্রমণকে আরো সুন্দর ও গুরুত্বপূর্ণ করে তোলার উদ্দেশ্যে বিজ্ঞানীরা জানিয়েছেন এক নতুন পদক্ষেপ এখন আমরা ভ্রমণ করতে পৃথিবীতে নয় যাব মহাকাশে এবং সেখানে একটা হোটেলে থাকবো 12 দিন।  প্রথমবারের মতো মহাকাশে হোটেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ওরিয়ন স্প্যান (Orion span) নামক একটি মহাকাশ সংস্থা । তাদের মতে এটিই হতে চলেছে এ যাবতকাল সবচেয়ে ব্যয়বহুল হোটেল। তারা হোটেলটির নাম দিয়েছে অররা স্টেশন (Aurora station)। অররা স্টেশনের সম্পূর্ণ কাজ 2021 সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এবং 2022 সালের মধ্যে অতিথিসেবা শুরু করবে বলেও জানা গেছে।190118115627 aurora station 3 full 169


ওরিয়ন স্প্যান এর প্রস্তাবিত এই মডুলার স্পেস স্টেশনটি দুই জন ক্রু সদস্য সহ একসাথে ছয় জন মানুষ বহন করতে পারবে। পর্যটকগণ 12.5 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে 12 দিনের জন্য এই হোটেলটির বাসিন্দা হতে পারবে।  তবে যে শুধু বিপুল পরিমাণ অর্থের মালিক হলেই আপনি হোটেলটির পর্যটক হতে পারবেন তাও কিন্তু নয়, এর জন্য হাই প্রোফাইল ও উন্নত মানসিক সুস্থতা থাকাটাও আবশ্যক। হোটেলটি ভ্রমণের পূর্বে পর্যটকদের ৩ মাসের প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন করতে হয়। তারপর হোটেল কর্তৃপক্ষ তাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করে সার্টিফিকেট প্রদান করে। তবেই কোনো ব্যক্তি অররা স্টেশনের যাত্রী হিসেবে নির্বাচিত হতে পারবে।

Group Cards
Google News View Now

যাত্রীসেবা নিশ্চিতে প্রতিবারই চার জন পর্যটকের সাথে দুইজন ক্রু সদস্য থাকবে। অররা স্টেশনের পর্যটকগণ প্রতিদিন 16 বার সূর্য উদয়ের মুহূর্তটাকে উপভোগ করতে পারবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক স্পেস সামিটে ওরিয়ন স্প্যানের প্রতিষ্ঠাতা ও সিইও ফ্রাঙ্ক বাঙ্গার বলেন, পর্যটকপ্রেমীগণ হয়তো অনেকদিন ধরেই মহাকাশের রূপ-রস গ্রহণ করার জন্য অধীর অপেক্ষায় আছেন। অনেকেই নীল গ্রহের চারপাশে স্বপ্নের ছুটি কাটানোর জন্য বহুকাল ধরেই অপেক্ষা করছে। তাদের কথা মাথায় রেখেই আমরা এরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছি। হোটেলটি অনেক ব্যয়বহুল হবে জেনেও কেবলমাত্র পর্যটকদের কথা মাথায় রেখে আমাদের এই পদক্ষেপ। এর দ্বারা পর্যটকগণ যেমন রোমাঞ্চিত হবে, তেমনি এটি মানসিক অবকাশেও বিরাট ভূমিকা পালন করবে। হোটেলটি মানুষকে কতটুকু আকর্ষিত করতে পারবে তার অনেকগুলো প্রমাণ এখনি পরিলক্ষিত হচ্ছে। পুরোপুরি তৈরি হওয়ার পূর্বেই অনেকেই হোটেলের টিকেট প্রি-বুকিং করে ফেলছে, যা সত্যিই আশ্চর্যজনক। তবে অররা স্টেশনএ ভ্রমণের জন্য আমাদের 2022 সাল অবধি অপেক্ষা করতে হবে।space


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here