Covid tracing technology: Covid to prevent infection with this new technology of Apple & Google

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

By Covid tracing technology many covid infected have recovered


po 2 1


Apple & Google-র এর তৈরি Covid tracing technology। এই Technology-র সাহায্যে আপনার সংস্পর্শে কোনও Covid Positive Person এলে, তা আগেই জানিয়ে দেবে। June, 2020তে  এই API তৈরি করেছিল Apple এবং Google। ইতিমধ্যেই এই চমৎকার Technology Britain এ ব্যাপক ভাবে সাড়া ফেলেছে । কোনও ব্যক্তি COVID-19 Positive হলে, তার সঙ্গে সাক্ষাৎ হওয়া সমস্ত ব্যক্তির কাছে একটি Notification পৌঁছে যাবে।

গ্রাহকের সংস্পর্শে আসা যে কোনও Person সংক্রমিত হলে, সঙ্গে সঙ্গে তার পরিচিত, খুব সম্প্রতি সাক্ষাৎ হয়েছে এমন সব Person-র ফোনে Notification Send হয়।

po 3 1

Group Cards
Google News View Now

সেই Person Directly না জানতে পারলেও Notification-র মাধ্যমে জেনে সতর্ক হয়ে যেতে পারবেন। এই Technology Use করে Department of Health আপনাকে সংক্রমিত হওয়ার আগেই Alert করতে পারবেন।’

Android ও iPhone-এর Settings Menu-তেই রয়েছে একটি ‘Exposure Notifications’ Options । Apple & Google-র এই Covid tracing technology সেখান থেকেই কাজ করে । যদিও India-তে এই Option On করার ক্ষেত্রে কিছু Problem রয়েছে।

এই Two Tech Giant-র তরফেই জানানো হয়েছে যে, India-র Ministry of Health এই Option On করার Permission না দেওয়ার কারণে, Feature-টি আপাতত Use করা যাবে না। যদিও India-তে রয়েছে Options,  Aarogya Setu Contact tracing app। কিন্তু সেই APP এই মুহূর্তে শুধুমাত্রই Vaccine Registration এবং Slot book করার কাজে ব্যবহৃত হচ্ছে।

po 1

Aarogya Setu APP-কে Google-এর Contact Tracing API এর সঙ্গে Connect করা হয়নি। সেই কারণেই Smartphone Settings এ ‘Exposure Notifications’ Option Enable করা Possible হচ্ছে না। তার জন্য Government permission is বাধ্যতামূলক |

এই Technology, Blutooth-এর মাধ্যমে Contact Tracing করে। অন্যদিকে Aarogya Setu এই কাজে Device Location Use করে।

India-তে Covid-র Second Stage World-র সব Record ভেঙে দিচ্ছে। আর সেখানেই প্রয়োজনীয়তা উদ্ভুত হচ্ছে একটি ঠিকঠাক Contact Tracing APP-র | যা এই মুহূর্তে India-তে নেই বললেই চলে। অথচ এ দেশে Technology আছে, কিন্তু তা Use হচ্ছে না। আর Use হলেও তার সঠিক প্রয়োগ হচ্ছে না।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here