How to change your Date of Birth, Name, and Sex in the Aadhaar?
Aadhaar Card Update Online: Aadhaar card বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ | কোনও ব্যক্তির Address থেকে তার age, যাবতীয় তথ্য মেলে আধার কার্ড থেকে। শুধু তাই নয়, Bank Account খোলা থেকে New Phone-র Connection | বা Gas-র Connection নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন আধার কার্ড। 12 digit-র এই আধার কার্ডে থাকে Date of birth, gender with name । Unique Identification Authority of India (UIDAI) কয়েকটি ধাপে সহজ পদ্ধতিতে Date of birth, gender with name Updade করার সুযোগ দিচ্ছে।
Read More: DRDO Apprentice Recruitment 2021: Apply For of Various Posts, 79 Vacancies |
Name Change-র ক্ষেত্রে সংশ্লিষ্টকে জানাতে হবে Change-র কারণ। নামের spelling mistake, অক্ষর বাদ পড়লে তা Change সম্ভব | বিয়ের পর নাম Change করা যেতে পারে। Name change-র ক্ষেত্রে 50 টাকা চার্জ ধার্য করা হবে।
Aadhaar Card Update Online: In case of name, date of birth, gender change:
- Login করতে হবে Unique Identification Authority of India তথা UIDAI-এর (uidai.gov.in/ssup/) ঠিকানায়।
- এবার 12 digit-র আধার নম্বর লিখতে হবে।
- এবার Capture or Verification Code লিখতে হবে।
- Click করতে হবে Send OTP অপশনে।
- Register করা Mobile Number এ যাবে OTP।
- এবার Login করে Name Change-র জায়গায় নাম পরিবর্তন করা যাবে।
- একইসঙ্গে আপনার আধার কার্ডের Details দেখা যাবে Computer Monitor এ ।
- Date of Birth পরিবর্তনের Option থাকবে।
- UIDAI-এর নির্দেশ অনুযায়ী সব Documents-র Scan Copy Upload করতে হবে।
- এরপর Submit Click করতে হবে।
- এরপর আপনি Login করলে একটি New Page খুলবে।
- সেখানে Genger Option গিয়ে Change করা যাবে। এরপর Submit Click করতে হবে।