How to Know Who Viewed My WhatsApp Profile Today
Whats Tracker: Who Viewed My Profile: WhatsApp এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি Instant Messaging App। Privacy-র জন্য জন্য User-র Profile Picture & Status Private রাখার ফিচার ইতিমধ্যেই নিয়ে এসেছে । তা-ও কেউ কেউ নিয়মিত আপনার WhatsApp Profile এ ঢুকে আপনার উপরে নজর রাখতে থাকেন।
Read More: Library Job Vacancy 2021 || West Bengal Librarian Recruitment
Whats Tracker: Who Viewed My Profile| How do you know if someone is monitoring your WhatsApp profile?
- আপনি যখনই Online আসছেন, সেই সময়ই কেউ যদি বার বার Online হন, তাহলে বুঝবেন তিনি আপনার উপরে নিয়মিত নজর রাখছেন।
- শুধুমাত্র আপনি Online থাকলেই কেউ যদি Message পাঠান, তবে সেই ব্যক্তি WhatsApp-এ আপনার উপরে নিয়মিত নজর রাখতে পারেন
- আপনি Status Update করার সঙ্গে সঙ্গে কেউ যদি Regular তা দেখেন |
Or Status দেখে Comment করেন, তবে তিনি আপনার উপরে নজর রাখতে পারেন। - আপনি Profile Picture বদল করার সঙ্গেই কেউ যদি আপনাকে Message পাঠান, তবে বুঝবেন তিনি আপনার উপরে নজর রেখেছেন।
- উপরের সব Question-র Answer মিলে গেলে আপনি নিশ্চিত হতে পারেন যে, সেই ব্যক্তি আপনার উপরে WhatsApp-এ Regular নজর রাখছেন।
এছাড়াও আপনি এই App “Whats Tracker: Who Viewed My Profile?” টি Install করতে পারেন | যা আপনাকে জানিয়ে দেবে কে কে আপনার প্রোফাইল লুকিয়ে দেখছে |
Download Link: https://play.google.com/store/apps/details?id=com.qaapps.whatstracker&hl=en_IN&gl=US
What can you do to avoid this problem?
Hide profile picture – আপনার Profile Photo কে দেখবেন, সেই Settings বদলে দিন। সেখানে ‘Nobody’ অথবা ‘My Contacts’ Select করুন। My Contacts Select করলে শুধুমাত্র যে Number আপনার ফোনে Save রয়েছে |সেই ব্যক্তিরাই আপনার WhatsApp Profile Photo দেখতে পাবেন। Nobody Select করলে কেউ আপনার প্রোফাইল ফোটো দেখতে পাবেন না। এখানে Everybody Select করলে যে কোনও গ্রাহক আপনার Profile Photo দেখতে পাবেন।
Read More: Covid-19 Vaccine slot booking is now on WhatsApp
Reed Receipt – WhatsApp-এ Read receipt Stop করে রাখুন। Settings থেকে এই Option Stop করতে পারবেন। এর ফলে আপনাকে কেউ Message পাঠালে আপনি সেই Message পড়লেও মেসেজের পাশে Blue টিক দেখা যাবে না।
Hide the last scene – Hide Last Seen Option Enable করুন। Settings Open করে Privacy Select করুন। এখানেও Nobody, contacts, all তিনটি Option দেখতে পাবেন। নিজের সুবিধা মতো Choice করে নিন।