ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে এবার বাজারে আসতে চলেছে ই-রেশন কার্ড |

Smart Update24 , by Swastika Paul


জনগণের সুবিধার জন্য এবার ই-রেশন কার্ড এর ব্যবস্থা করল রাজ্য সরকার | এখন থাকে র আপনাকে রেশন কার্ড নিয়ে রেশন আনতে যেতে হবে না | আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন একটি পিডিএফ ফরমেট আপনার মোবাইল এ আসবে | ওখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং ফোন নং থাকবে  | সেটি ফোন  থেকে খুলে ডিলার কে দেখালেই হবে | এতে আপনি কতটা সুবিধা পাচ্ছেন বা কতটা জিনিস আপনাকে দেওয়া হয়েছে তা আপলোড করা থাকবে |  যা আপনি নিজে চেক করতে পারবেন বা আপনার মতামত কমেন্ট করতে পারবেন | খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সরলীকরণের জন্যই এই  ই-রেশন কার্ডের ভাবনা প্রশাসনের।

এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনি ই – রেশন কার্ড এর আবেদন করবেন?


প্রথমত আপনাকে খাদ্য দপ্তরের ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে একটি ফর্ম আপলোড করতে হবে | তারপর একটি ওটিপি আসবে আপনার ফোন এ এবং একটি নির্দিষ্ট একটি রেজিস্ট্রেশন নম্বর থাকবে  | এবং একটি রেশন কার্ড এর পিডিএফ যা আপনি ডাউনলোড করতে পারবেন | এই পিডিএফ ফরমেট দেখালেই বা রেজিস্ট্রেশন নম্বর বললেই রেশন মিলবে সবার |


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here