আপনি কী অতিরিক্ত ইলেকট্রিক বিল এর সমস্যায় ভুগছেন ?? জেনে নিন ইলেকট্রিক বিল কমানোর কিছু সহজ পদ্ধতি |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Smart Update24, by Swastika Paul

electric bill 1


আধুনিক যুগে আমরা বেশিরভাগই ইলেকট্রিক সরঞ্জাম ব্যাবহারে আবেগী  আমাদের ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো অবধি প্রতি মুহূর্তে ইলেকট্রিক জিনিস আমরা ব্যবহার করে থাকি | কিন্তু আমরা ইলেকট্রিক বিল কম হওয়ার চাহিদা করতে থাকি |এছাড়াও এটি সরকারি নির্ধারবেন ভেবে আমাদের কারোরই কিছু করার থাকে না |

আসুন জেনে নিই কিছু সহজ পদ্ধতি |

Group Cards
Google News View Now

Refrigerator & Air Conditionerএর সঠিক ব্যবহার : Refrigerator -এর দরজা বেশিখন খুলে রাখবেন না এবং AC ২৪ থেকে ২৫ ডিগ্রী তাপমাত্রা তে ব্যবহার করুন |

রিমোট সরঞ্জাম ব্যবহার থেকে দূরে থাকুন : যখন আমরা টিভি আ সি রিমোট দিয়ে বন্ধ করি কিন্তু সেগুলো  Switch – off  না হয়ে Stand by Mode এ চলে যাই | স্ট্যান্ড বাই মোডেও সরঞ্জাম গুলি প্রায় ৫% মতো পাওয়ার কনজিউম করে থাকে | এই কারণে সোজাসুজি সুইচ বোর্ড থেকে সুইচ অফ করুন |

LED বাল্ব ব্যবহার করুন : বাড়ির পুরোনো CFL বাল্ব বদলে LED নিয়ে আসুন | LED আমাদের ন্যাচারাল লাইট দেয় যা আমাদের চোখ এবং স্বাস্থ্যের জন্য ভালো |led


এছাড়াও আমরা আরো কিছু সহজ পদ্ধতি ব্যবহার করতে পারি যেমন – ৫ ষ্টার প্রোডাক্ট ব্যবহার করা , কোনো ইলেকট্রিকাল প্রোডাক্ট বেশিক্ষন চালিয়ে না রাখা তার বদলে একবার অফ করে আবার চালানো উচিত | এছাড়া আপনি আপনার বিল অনলাইন পেমেন্ট করতে পারেন এতে অনেকসময় ক্যাশব্যাক পাওয়া যাই তাছাড়াও অনলাইন পেমেন্ট এ ১% মতো ছাড় থাকে | এবং আপনি আপনার বিল যথা সময়ে জমা করুন বা নির্ধারিত ডেট এর আগে জমা করুন ফলে আপনি ৫ বা ৬ % ছাড় পেতে পারেন | এই উপায় গুলো আপনার কাজে লাগল কি না আমাদের কমেন্ট করে জানান |


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here