আপনি কী অতিরিক্ত ইলেকট্রিক বিল এর সমস্যায় ভুগছেন ?? জেনে নিন ইলেকট্রিক বিল কমানোর কিছু সহজ পদ্ধতি |

Join Our WhatsApp Group For New Update

Smart Update24, by Swastika Paul


আধুনিক যুগে আমরা বেশিরভাগই ইলেকট্রিক সরঞ্জাম ব্যাবহারে আবেগী  আমাদের ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো অবধি প্রতি মুহূর্তে ইলেকট্রিক জিনিস আমরা ব্যবহার করে থাকি | কিন্তু আমরা ইলেকট্রিক বিল কম হওয়ার চাহিদা করতে থাকি |এছাড়াও এটি সরকারি নির্ধারবেন ভেবে আমাদের কারোরই কিছু করার থাকে না |

আসুন জেনে নিই কিছু সহজ পদ্ধতি |


Refrigerator & Air Conditionerএর সঠিক ব্যবহার : Refrigerator -এর দরজা বেশিখন খুলে রাখবেন না এবং AC ২৪ থেকে ২৫ ডিগ্রী তাপমাত্রা তে ব্যবহার করুন |

রিমোট সরঞ্জাম ব্যবহার থেকে দূরে থাকুন : যখন আমরা টিভি আ সি রিমোট দিয়ে বন্ধ করি কিন্তু সেগুলো  Switch – off  না হয়ে Stand by Mode এ চলে যাই | স্ট্যান্ড বাই মোডেও সরঞ্জাম গুলি প্রায় ৫% মতো পাওয়ার কনজিউম করে থাকে | এই কারণে সোজাসুজি সুইচ বোর্ড থেকে সুইচ অফ করুন |

LED বাল্ব ব্যবহার করুন : বাড়ির পুরোনো CFL বাল্ব বদলে LED নিয়ে আসুন | LED আমাদের ন্যাচারাল লাইট দেয় যা আমাদের চোখ এবং স্বাস্থ্যের জন্য ভালো |


এছাড়াও আমরা আরো কিছু সহজ পদ্ধতি ব্যবহার করতে পারি যেমন – ৫ ষ্টার প্রোডাক্ট ব্যবহার করা , কোনো ইলেকট্রিকাল প্রোডাক্ট বেশিক্ষন চালিয়ে না রাখা তার বদলে একবার অফ করে আবার চালানো উচিত | এছাড়া আপনি আপনার বিল অনলাইন পেমেন্ট করতে পারেন এতে অনেকসময় ক্যাশব্যাক পাওয়া যাই তাছাড়াও অনলাইন পেমেন্ট এ ১% মতো ছাড় থাকে | এবং আপনি আপনার বিল যথা সময়ে জমা করুন বা নির্ধারিত ডেট এর আগে জমা করুন ফলে আপনি ৫ বা ৬ % ছাড় পেতে পারেন | এই উপায় গুলো আপনার কাজে লাগল কি না আমাদের কমেন্ট করে জানান |


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 

Join Our WhatsApp Group For New Update

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here