আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ? তাহলে ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে সরকারি চাকরি-

Smart Update24,By Syed Mosharaf Hossain


আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ?  তাহলে ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে সরকারি চাকরি:-

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম (West Bengal Minorities Development and Finance Corporation) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ।


হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় রিকভারি এজেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২১ জানুয়ারি আগ্রহী প্রার্থীদের  ইন্টারভিউতে অংশ নিতে হবে।


আবেদনের শর্ত:

. ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারের জ্ঞান থাকলেই এই শূন্যপদে আবেদন করতে পারেন(Ms Word, Ms Excel , Power Point, Ms Access, Internet )।

. আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে।

. যে জেলার শূন্যপদের জন্য আবেদন করছেন,আবেদনকারীকে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ।


VACANCY DETAILS :-

SI.NoDistrictArea  of EngagementNo. of vacancy
1Hooghlyl.Dankuni  unicipality

2.Baidyabati  Municipality

3.Konnagar  Municipality

4. Rishra Municiplaity

5.Sreerampore  -Utarpara  Block

6.Sreerampore  Municipality

7.Uttarpara  -Kotrang  Municipality

1
2HowrahBagnan-II,  Shyampore-I &

Shyampore-II  Block

Minakah Block

1
3North 24

Paraganas

Tehatta-I  & Tehatta-II  Block

Krishnanagar-I,  Krishnanagar-II

1
4NadiaTehatta-I  & Tehatta-II  Block

Krishnanagar-I,  Krishnanagar-II

Nawabdip  Block,Krishnanagr

Municipality  & Nawabadip

Municipality

 

1

IMPORTANT LINKS :-

  1. Official Website :-Click Here
  2. Advertisement Notice :-Click Here

Age Limit :  ন্যূনতম ২০ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

ইন্টারভিউর স্থান:
আম্বার, ডিডি-27/ই, সল্টলেক, সেক্টর-1, কলকাতা: 70068।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here