Yaas Cyclone live Update| into depression in next 6hrs, says Met
Contents
Cyclone Yaas LIVE updates: The minimum temperature in Kolkata is below normal. With cloudy skies. Rain is also forecast in the city. It will rain sporadically but not too much. That is what the Alipore Meteorological Department said.
The minimum temperature in Kolkata on Thursday was 26.0 degrees Celsius, one degree below normal. The maximum temperature on Wednesday was 30.1 degrees Celsius, five degrees below normal. Humidity is a maximum of 95 percent, minimum of 8 percent. The rainfall was 32.6 mm. The rainfall till last night was 26.9 mm.
Wednesday’s temperature was low due to rain. The minimum temperature in Kolkata that morning was 25.2 degrees Celsius, two notches below normal. Humidity is maximum 95 percent, minimum 89 percent.
The minimum temperature in Kolkata on Tuesday was 25.5 degrees Celsius, one degree below normal. Humidity is highest at 95 percent and minimum at 72 percent.
Meanwhile, due to this cloudy sky rain, the cyclone Yas has lost its strength. The meteorological office said that it has turned into a general cyclone
The low pressure that started near the Andaman and Nicobar Islands in the Bay of Bengal gradually increased in strength and turned into Cyclone Yas on Monday morning. Since then, Yas has gradually increased his strength.
The cyclone hit the land south of Baleshwar in Odisha around 9:15 am on Wednesday. Yas landed long before the forecast. The cyclone struck off the coast of Bengal and hit the coast of Odisha.
The coastal area of Odisha has been devastated by the storm since Wednesday morning. Shops along the sea have been vandalized. After the landfall ends at noon, the wind speed gradually decreases. But in the evening, the storm again spread panic on the coast. Kotal, which was full at 9 pm, showed more fear than him.
Yas’s seizure lasted till Wednesday night. Then gradually the speed began to gradually decrease. It is to be noted that as the storm moved closer to the land on Wednesday, it changed its position from Bengal and slowed down. Overall the situation is the same. Yas’s speed was not even close to the speed of Amfan. Stopped between 130 and 140.
The maximum speed during the Amphan landfall was 175 kilometers per hour. The average speed was 160 to 185 kilometers per hour. Meanwhile, heavy rains are expected in Bankura, Purulia, West Burdwan, and Birbhum districts on Thursday, according to the Meteorological Department. 7 in Darjeeling, Jalpaiguri, Kalimpong, and Maldaha in North Bengal
ইয়াসের জেরে শহরে মেঘে ঢাকা আকাশ, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Cyclone Yaas LIVE updates: স্বাভাবিকের নিচেই রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে মেঘলা আকাশ। শহরে থাকছে বৃষ্টির পূর্বাভাসও। খুব বেশি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার কলকাতার (kolkata) সর্বনিম্ন (minimum) তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস(celcius), যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের (normal) থেকে পাঁচ ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ। বৃষ্টি (rain)হয়েছে ৩২.৭ মিলিমিটার। গতকাল রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল ২৬.৯ মিলিমিটার।
বৃষ্টির জেরে কম ছিল বুধবারের তাপমাত্রা (temperature)। ওই দিনের সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৯ শতাংশ।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ।
এদিকে যার জেরে এই মেঘলা আকাশ বৃষ্টি সেই ঘূর্ণিঝড় ইয়াস শক্তি হারিয়েছে। সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷
বঙ্গোপসাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে শুরু হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সোমবার সকালে পরিণত হয়েছিল সাইক্লোন ইয়াস-এ। তার পর থেকে ক্রমশ শক্তি বাড়িয়েছে ইয়াস। বুধবার সকাল ৯টা ১৫ নাগাদ ওডিশার বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। পূর্বাভাসের অনেক আগেই ল্যান্ডফল করে ইয়াস। বাংলার গা ঘেঁষে বেরিয়ে সাইক্লোন আছড়ে পড়ে ওডিশা উপকূলে।
বুধবার দিন সকাল থেকেই ঝড়ের দাপটে তছনছ হয়ে যায় ওডিশার উপকূলবর্তী এলাকা। সমুদ্রের ধারে দোকানপাট ভেঙেচুরে গিয়েছে। দুপুরে ল্যান্ডফল শেষ হওয়ার পর হাওয়ার বেগ ক্রমশ কমতে থাকে। কিন্তু সন্ধে হতেই আবার ঝড়ো হাওয়া আতঙ্ক ছড়ায় উপকূলে। তার চেয়েও বেশি ভয় দেখিয়েছে রাত ৯টার ভরা কোটাল।
বুধবার রাত পর্যন্ত চলেছিল ইয়াসের দাপট। তারপর ধীরে ধীরে গতি ক্রমশ কমতে শুরু করে। উল্লেখ্য, বুধবার স্থলভাগের কাছে যত এগিয়েছে ঝড় বাংলা থেকে অবস্থান পাল্টেছে তত গতিও কমিয়েছে। সার্বিকভাবেও পরিস্থিতিটা একই। আমফানের গতির ধারেকাছেও ছিল না ইয়াসের গতি। থেমেছে ১৩০ থেকে ১৪০ এর মধ্যে।
আমফান ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতি ছিল ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা। গড় গতিবেগ ছিল ১৬০ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহতেও৷