Xiaomi unveils 200W wired Hypercharge solution, can fully charge at 8 minutes

শাওমি এমআই 11 প্রো: 8 মিনিটের পূর্ণ চার্জিং প্রযুক্তি

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Xiaomi Mi 11 Pro: 8 minutes full charging technology


hu


Xiaomi Mi 11 Pro: Charging Cable ও Wireless Charging Technology —দুটির ক্ষেত্রেই এমন দাবি করেছে Mi |

4000 mA-র একটি রূপান্তরিত ” Mi 11 Pro “Model-র স্মার্টফোনে পরীক্ষা চালিয়েছে Mi |

200 W-র ‘Hyper Charge’ সিস্টেমে স্মার্টফোনটি Full Charge হতে সময় নিয়েছে 8 Minute-র কাছাকাছি।

Group Cards
Google News View Now

আর 120 W-র Wireless Charging ব্যবস্থায় সময় লেগেছে 15 Minute-র মতো।

Mi স্মার্টফোন প্রতিষ্ঠানগুলো বরাবরই Charging Speed নিয়ে প্রতিযোগিতায় নামে। মাঝেমধ্যেই দ্রুততম সময়ে Charging Record ভাঙার খবর শোনা যায়।

Read More: Google Earth -জেনে নিন ৮০ বছর আগে আমাদের প্রিয় শহর কলকাতা কেমন ছিল | পড়ুন বিস্তারিত |

বেশির ভাগ ক্ষেত্রেই অবশ্য বাজারে পাওয়া স্মার্টফোনে সে Technology থাকে না।

2 Years আগে 100 W Charging System এ 17 মিনিটে 400 mA Battery পূর্ণ চার্জ করার ঘোষণা দিয়েছিল Mi।

তবে গত বছর ‘Mi 10 Ultra ‘বাজারে এলে দেখা গেল সেটি 120 W Full Charge হতে 23 minutes সময় নিচ্ছে। অবশ্য সে স্মার্টফোন কিছুটা বড়, 4,500 mA-র ব্যাটারি ছিল তাতে।

Fast Charging Technology-তে আরেক Oppo বরাবরই বিশেষ দক্ষতার পরিচয় দিয়ে এসেছে। গত বছর 125 W-র চার্জিং সিস্টেমে 4000 mA র স্মার্টফোন 20 মিনিটে full charge করে দেখিয়েছিল

Technology-র অগ্রগতিকে স্বাগত জানানো উচিত। আজ না হলেও একদিন আমরা হয়তো স্মার্টফোন কেবল আট মিনিটে 100% Charge করার সুবিধা পাব।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান | বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here