Solar Eclipse | ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে,
Solar Eclipse 2021: 2021 সালের প্রথম সূর্যগ্রহণ (solar eclipse) 10 ই জুন অর্থাৎ বৃহস্পতিবার হতে চলেছে । এবার সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হবে। এর থেকেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এই দিন শনি জয়ন্তী পালিত হবে। তাই এই বছর সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এবার প্রশ্ন হল আমরা সূর্যগ্রহণ (solar eclipse) দেখতে পাবো কিনা? এখনো অবধি বলা হচ্ছে যে আংশিক রূপে (partial eclipse) সূর্যগ্রহণ ভারতে দেখতে পাওয়া যাবে।
এছাড়াও ভারতের বাইরে উত্তর-পূর্ব আমেরিকা, ইউরোপ, এশিয়া, আটলান্টিক মহাসাগরের উত্তরাংশে আংশিক রূপে দেখা যাবে সূর্যগ্রহণ (partial eclipse)। এর পাশাপাশি গ্রীনল্যান্ড, কানাডার উত্তরাংশ ও রাশিয়ায় পূর্ণ সূর্যগ্রহণ (full eclipse) দেখতে পাওয়া যাবে।