What is White Fungus ?
India Covid-19 মহামারিতে বিপর্যস্ত । এরই মধ্যে দেশটিতে Covid থেকে সেরে ওঠা ব্যক্তিদের মধ্যে ছড়াতে শুরু করেছে Black Fungus বা কালো ছত্রাক। এবার আরেকটি Fungus-র সংক্রমণ ছড়াতে শুরু করেছে India-তে। India Today-র খবরে বলা হয়েছে, White Fungus বা শ্বেত ছত্রাক India-তে ছড়াতে শুরু করেছে ।
White Fungus-র সংক্রমণ ছড়াচ্ছে বিহার রাজ্যে। এই সাদা ছত্রাক-র প্রথম সংক্রমণ শনাক্ত হয় বিহারের রাজধানী পাটনায় । সাম্প্রতিক তথ্য অনুসারে, পাঁচ রোগীকে শনাক্ত করা হয়েছে যারা সেখানে সাদা ছত্রাক সংক্রমিত ।
Experts-রা বলেছেন, তবে এই Fungus এ সংক্রমণ Black Fungus-র তুলনায় বেশি বিপজ্জনক। Candida Fungus-র কারণে এই সংক্রমণ হয়।
এই ফাঙ্গাসের সংক্রমণ প্রসঙ্গে India-র হরিয়ানার পারাস Hospital-র Respiratory medicine বিভাগের প্রধান অরুনেশ কুমার Indian Express-কে বলেন, Black Fungus-র তুলনায় সাদা ছত্রাক বেশি বিপজ্জনক।
শরীরে Immunity Power কম হলে এই Fungus-র সংক্রমণ হয়।
Damp environments এ থাকলে এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ।
Read More: 25 government hospitals and medical colleges & 35 oxygen plants are being set up in the state
অরুনেশ কুমার বলেন, এই ফাঙ্গাসে সংক্রমিত রোগীর Covid-19 আক্রান্ত রোগীর মতোই উপসর্গ দেখা দেয়।
তিনি বলেন, শ্বেত ছত্রাক শুধু ফুসফুসকে ভোগায় না।
Nails, skin, stomach, kidneys, brain, genitals, mouth সহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এই ফাঙ্গাসের আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারে।
Covid আক্রান্ত রোগীদের এই ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি।
For Further Details: https://weather.com/en-IN/india/coronavirus/news/2021-05-21-covid-19-india-faqs-what-is-white-fungus-who-it-can-infect-how-it