HomeGovt Schemesকয়েক ক্লিকেই আধার কার্ডে ছবি পরিবর্তন করতে চান? জেনে নিন খুঁটিনাটি

কয়েক ক্লিকেই আধার কার্ডে ছবি পরিবর্তন করতে চান? জেনে নিন খুঁটিনাটি

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Want to change picture on Aadhaar card with few clicks? Find out the details:


আজকাল প্রায় প্রতিটি ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড। বর্তমানে সব চেয়ে গুরুত্বপূর্ণ নথি তথা পরিচয়পত্র হল এই আধার কার্ড। একজন নাগরিকের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক ডাটা বহন করে এটি। এক্ষেত্রে প্রত্যেক ভারতবাসীর কাছে ১২ সংখ্যার আধার নম্বর তথা একটি আধার কার্ড রয়েছে। তবে আধার কার্ডেও অনেক সময় নানা তথ্যগত ত্রুটি থাকে। কার্ডের ছবিতেও একাধিক সমস্যা দেখা যায়।


কিন্তু কী ভাবে পরিবর্তন করা যাবে এই ভুল-ত্রুটি? কী ভাবে বদলানো যাবে ছবি? আসুন জেনে নেওয়া যাক বিশদে!

প্রথমেই আশেপাশের কোনও আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্রে যেতে হবে। এর পর UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://uidai.gov.in/ থেকে আধার এনরোলমেন্ট ফর্ম বা আধার কারেকশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। এবার ফর্মটি ভালো করে পড়ে পূরণ করে নিতে হবে। ফর্ম পূরণ হয়ে গেলে আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মরত ব্যক্তির কাছে তা জমা দিতে হবে। প্রয়োজনে সমস্ত বায়োমেট্রিক তথ্য দিতে হবে।

এবার আধার এনরোলমেন্ট সেন্টারের ওই কর্মরত ব্যক্তি আবেদনকারীর ছবি নেবেন। নতুন তথ্য আপডেট করতে মোট ২৫ টাকা লাগবে। GST চার্জও যুক্ত থাকবে। এর পর একটি আপডেট রিকোয়েস্ট নম্বর (Update Request Number) সহ একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। ফটো আপলোড হয়েছে কি না তা জানার জন্য পরের দিকে এই URN নম্বর ব্যবহার করা যাবে। আপডেট হয়ে গেলে, নির্দিষ্ট সময় অনুযায়ী ডাউনলোড করে নিতে হবে আপডেটেড আধার কার্ডটি।

কী ভাবে ডাউনলোড করা যাবে আপডেটেড আধার কার্ড?

প্রথমেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://uidai.gov.in/-এ যেতে হবে। ওয়েব পেইজ খুলে যাওয়ার পর My Aadhaar সেকশনে যেতে হবে। এর পর আধার কার্ড ডাউনলোডের অপশন অর্থাৎ https://eaadhaar.uidai.gov.in/ লিঙ্কটিকে ক্লিক করতে হবে।

Google News View Now

এবার ডাউনলোডের দু’টি অপশন আসবে। ১) নরম্যাল আধার কার্ড (Normal Aadhaar Card) ২) মাস্কড আধার কার্ড (Masked Aadhaar Card)। যাবতীয় তথ্য দেওয়ার পর ভেরিফিকেশনের জন্য ক্যাপচা কোড এন্টার করতে হবে। এবার Send OTP অপশনে ক্লিক করতে হবে।

এবার রেজিস্টার মোবাইল নম্বরে চলে আসবে OTP নম্বর। OTP নম্বর এন্টার করলেই কাজ শেষ। এবার ভেরিভাই অপশনে ক্লিক করতে হবে এবং আপডেটেড ই-আধার কার্ড ডাউনলোড করে নিতে হবে।

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular